<p><strong>সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :</strong> ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শাসানোর ঘটনায় কৌস্তভ বাগচীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের মহিলা কর্মীরা। বিজেপি নেতার আচরণের নিন্দা করে দেওয়া হয় স্লোগান। মহিলাদের শিখণ্ডী বানাচ্ছে তৃণমূল বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন কৌস্তভ বাগচী। </p>
<p>ব্যারাকপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর গিতালী বিশ্বাস বলেন, ডাক্তারের ওপর চড়াও হয়ে, মানুষের ওপর চড়াও হয়ে…বিরোধিতা করা যায় না। মঙ্গলবার, ব্যারাকপুরের সারদা মাল্টিস্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুর পর, সেখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শাসাতে দেখা গিয়েছিল বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। সেই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জোড়া নোটিস পেয়েছেন কৌস্তভ বাগচী।</p>
<p>গত শুক্রবার পুলিশি তলবে সাড়া না দেওয়ায় ৮ জুলাই অর্থাৎ আগামী মঙ্গলবার, সকাল ১১টায় মোহনপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে বিজেপি নেতাকে।এবার কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাল তৃণমূলের মহিলা সদস্যরা। রবিবার সকাল ১০টা নাগাদ ব্যারাকপুরের ২ তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বেশ কিছুক্ষণ ধরে চলে স্লোগান শাউটিং।বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন, পাগলের মতো এই জিনিসগুলো করছে, কেন করছে? একটা প্রাইভেট নার্সিংহোমে প্রতিবাদ করাকে কেন্দ্র করে তৃণমূলের কেন এত সমস্যা? আপনাদের যাঁরা এগুলো করতে বলছেন, আপনাদের শুধুমাত্র শিখণ্ডী বানাচ্ছে, আর কিচ্ছু না। <br /> <br />ব্যারাকপুর পুরসভা ১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায় বলেন, উনি ভাবছেন ফুটেজ নিয়ে নেতা হব! যদি প্রতিনিধি নিজেকে মনে করেন, জনপ্রতিনিধি, সেইভাবে জনপ্রতিনিধি হোন। আগামী মঙ্গলবার পুলিশি তলবে কি সাড়া দেবেন কৌস্তভ বাগচী? বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন,আমি আমার আইনি পরামর্শ মেনে চিন্তাভাবনা করেই পদক্ষেপ নেব।পুলিশ ডাকল বলেই আমাকে যেতে হবে? আমি তো পুলিশের বাবার চাকর নই। ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে গত শুক্রবারই উপযুক্ত পদক্ষেপ নেওয়া ও নিরাপত্তা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব, রাজ্য পুলিশের DG, স্বরাষ্ট্র দফতর এবং পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন বিজেপি নেতা।</p>
Source link
এবার কৌস্তভের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ, মঙ্গলে পুলিশি তলবে কি সাড়া দেবেন তিনি ? ‘চাকর নই.
