NOW READING:
Hyderabad Doctor Goes Missing | Koppal Mishap: ফ্রেন্ডস ট্রিপে সাঁতার কাটতে নদীতে ঝাঁপ তরুণী ডাক্তারের! তারপরই… শেষ মুহূর্তের ভিডিয়ো মর্মান্তিক…
February 20, 2025

Hyderabad Doctor Goes Missing | Koppal Mishap: ফ্রেন্ডস ট্রিপে সাঁতার কাটতে নদীতে ঝাঁপ তরুণী ডাক্তারের! তারপরই… শেষ মুহূর্তের ভিডিয়ো মর্মান্তিক…

Hyderabad Doctor Goes Missing | Koppal Mishap: ফ্রেন্ডস ট্রিপে সাঁতার কাটতে নদীতে ঝাঁপ তরুণী ডাক্তারের! তারপরই… শেষ মুহূর্তের ভিডিয়ো মর্মান্তিক…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছুটিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ২৬ বছরের তরুণী ডাক্তার। আর সেখানেই নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়ে গেলেন অনন্যা রাও নামে ওই তরুণী চিকিৎসক। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। তুঙ্গভদ্রা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়ে যান তিনি। ভিডিয়ো ধরা পড়েছে অনন্যা রাও নামে ওই তরুণী চিকিৎসকের ঝাঁপ দেওয়ার মুহূর্ত।

ঘটনাটি ঘটেছে ১৯ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৮টা নাগাদ নিখোঁজ হয়ে যান অনন্যা রাও। তারপর দেড় দিনের বেশি কেটে গিয়েছে। কিন্তু এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর খোঁজে তুঙ্গভদ্রা নদীতে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা। মনে করা হচ্ছে, সাঁতার কাটার জন্য তুঙ্গভদ্রা নদীতে ঝাঁপ দেওয়ার পর নদীর স্রোতে ভেসে যান তিনি। নদীর খরস্রোত টেনে নিয়ে যায় তাঁকে। জানা গিয়েছে বন্ধু সাত্ত্বিক ও অশিতার সঙ্গে ছুটি কাটাতে সানাপুর গ্রামে একটি গেস্ট হাউজে ওঠেন অনন্যা। সেখান থেকেই ৩ জন মিলে নদীর ধারে ঘুরতে আসেন।

একটি ভিডিয়োয় ধরা পড়েছে অনন্যা রাওয়ের নদীতে ঝাঁপ দেওয়ারৃ মুহূর্তের ছবি। মর্মান্তিক সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ২০ ফুট উঁচু একটা পাথরের উপর থেকে নদীতে ঝাঁপ দিচ্ছেন তিনি। ভিডিয়োটি এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, বাঁধ থেকে জল ছাড়ার ফলে স্রোত খুব বেশি ছিল নদীতে। তাই ওখানকার কর্মীরা ওই তরুণী চিকিৎসককে লাইফ জ্যাকেট ছাড়া নদীতে ঝাঁপ না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আগেও এরকম লাফ দিয়েছেন দাবি করে, অনন্যা রাও খানিক জোর করেই লাইফ জ্যাকেট ছাড়া-ই ঝাঁপ দেন নদীতে। আর তারপর নিখোঁজ হয়ে যান।

এই ঘটনার পর স্থানীয় প্রশাসনের তরফে নদীতে সবরকমের ওয়াটার অ্যাকটিভিটিজ বন্ধ রাখা হয়েছে। SDRF ও NDRF অনুসন্ধান চালাচ্ছে। জলের নীচে ড্রোন ক্যামেরা পাঠিয়েও চলছে অনুসন্ধান।  

আরও পড়ুন, Kolkata Tangra Murder Case: ট্যাংরায় কখন কীভাবে ‘খুন’ ২ মহিলা ও কিশোরী? স্পষ্ট হয়ে গেল ময়নাতদন্তের রিপোর্টে!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link