ABP Ananda LIVE: ট্য়াংরাকাণ্ডে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে আগেই চাপ চাপ রক্তের দাগ পেয়েছিল পুলিশ। এবার গাড়ি থেকে উদ্ধার হল চাবির গোছা ও রক্তমাখা একটি নীল বোতাম। পুলিশ সূত্রে খবর, ক্রাইম সিনে কে বা কারা ছিল, তা নির্দিষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ওই বোতাম। ট্যাংরাকাণ্ডে আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বড় ভাই প্রণয় দে ও তাঁর নাবালক ছেলে। পুলিশ সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ নন বলে প্রণয়কে সরকারি হাসপাতালে ভর্তি করা হবে। ছোট ভাই প্রসূন এখনও রুবি জেনারেল হাসপাতালেই ভর্তি রয়েছেন। ৩ মহিলার খুনি কে? জানতে আজ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। সূত্রের খবর, বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কে খুলেছিল? কেন খোলা হয়েছিল? জানতে চাওয়া হবে। গতকাল ট্যাংরার অতুল শূর রোডে প্রণয় ও প্রসূন দে-র বাড়িতে যায় ময়নাতদন্তকারী চিকিৎসক ও ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। ময়নাতদন্তে পাওয়া তথ্যের সঙ্গে ঘটনাস্থলের বেশ কিছু অসঙ্গতি মিলেছে। কী ধরনের বিষ ব্যবহার করা হয়েছিল, তাও পরীক্ষা করে দেখা হবে।