Kolkata Veterinary Hospital: পোষ্যের স্বাস্থ্য নিয়ে চিন্তার দিন শেষ, শহরে ২৪ ঘণ্টার মাল্টিস্পেশালিটি হাসপাতাল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাণের চেয়েও প্রিয় আমাদের পোষ্যেরা, সে পরিবারেরই একজন সদস্য। রক্তের সম্পর্ক নয় ঠিকই, তবে ভালোবাসার সম্পর্কে তারা হৃদয়ে জুড়েই থাকে। কেউ পোষেন কুকুর তো কেউ পোষেন বিড়াল। এখন আবার সরীসৃপের দিকেও অনেকে ঝুঁকেছেন। বেডরুমে কুকুর-বিড়ালের সঙ্গেই আনন্দে থাকে ইগুয়ানাও। তবে পোষ্যের স্বাস্থ্য নিয়েও কম দুশ্চিন্তা থাকে না! তবে শহরের পোষ্যপ্রেমীদের চিন্তার দিন এবার শেষ হল। খাস কলকাতায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার মাল্টিস্পেশালিটি হাসপাতাল…
দ্য সিটল ভেটেরিনারি হসপিটাল (টিএসভিএইচ), মঙ্গলবার দুপুরে তাদের প্রথম অত্যাধুনিক মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করল। লর্ডসের মোড় থেকে বাঁ-দিকের রাস্তা ধরে মিনিট পাঁচেক হাঁটা পথেই তানিয়া দত্তের এই প্রতিষ্ঠান। ঠিকানা-১৮৮/৩৫ প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা ৭০০০৪৫। দক্ষিণ কলকাতার একেবারে প্রাইম লোকশনে, প্রায় ৩০০০ স্কোয়ার ফিট এলাকা জুড়ে গড়ে উঠেছে এই হাসপাতাল। কুকুর, বিড়াল, পাখি, খরগোশ, কাছিম এবং অন্যান্য ছোট স্তন্যপায়ীদের চিকিৎসার উন্নত পরিষেবা দিতে তৈরি টিএসভিএইচ।
(তানিয়া দত্ত)
কী কী সুযোগ সুবিধা থাকছে এখানে? একছাদের নীচেই পোষ্যদের সবরকম চিকিত্সাজনিত পরিষেবা দেবে টিএসভিএইচ। এখানে ২৪ ঘণ্টার জরুরি পরিষেবার সঙ্গে থাকছে আউটডোর (ওপিডি)। এখানে আইসিইউ, রেডিওগ্রাফি,প্যাথোলজি, এন্ডোস্কপি এবং ল্যাপরোস্কোপিক অস্ত্রোপচারও হবে। ইন-হাউজ ফার্মেসি থেকে কেনা যাবে ওষুধও। হাসপাতালের ফার্মেসি সবাইকে পরিষেবা দেবে, চিকিৎসাধীন না থাকলেও প্রয়োজনীয় ওষুধ মিলবে। একসঙ্গে ১০টিরও বেশি পোষ্যকে এই হাসপাতালে ভর্তি করা যাবে। জটিল রোগ নিরাময়ে সমস্ত আধুনিক ব্যবস্থাই থাকছে (ডিস্টেম্পার ও র্যাবিস ছাড়া)। আগামী ১লা এপ্রিল থেকে আবার হাসপাতালের ভিতর একটি পোষ্য-বান্ধব ক্যাফেও চালু হচ্ছে। বিশেষ পরিষেবার মধ্যে রয়েছে পিক-অ্যান্ড-ড্রপ, এক্সোটিক পোষ্যদের বিশেষ যত্নও নেবে টিএসভিএইচ। পোষ্যের গ্রুমিং এবং পরিচর্যাও করবে টিএসভিএইচ। এই হাসপাতালেই রয়েছে দোকান। সেখান থেকে যেমন ক্রেট, হারনেস এবং খেলনা কেনা যাবে তেমনই আবার কেনা যাবে পোষ্যের খাবারও।
টিএসভিএইচ-এর পথ চলার দিনে তানিয়া জি ২৪ ঘণ্টা ডিজিটালকে বললেন, ‘দেখুন আমরা সবার কথা ভেবে কনসালটেশন ফি রেখেছি মাত্র ৬০০ টাকা। সিনিয়র-জুনিয়র ভেট মিলে একসঙ্গে এখানে ১০-১২ জন ডাক্তার থাকবেন। এখানে আসা একজনকেও যেন ডাক্তারের দেখা না পেয়ে ফিরে যেতে হয়। আমাদের হাসপাতালের উদ্বোধন হল। সামনের মাস থেকেই ২৪ ঘণ্টার ইমারজেন্সি পরিষেবা চালু হয়ে যাবে। প্রয়োজনীয় কিছু কাগজপত্র সংক্রান্ত কাজ বাকি রয়েছে বলে কিছুটা দেরি হচ্ছে। আমাদের লক্ষ্যই শহরের পশু চিকিৎসার মান একদম বদলে দেওয়া। যত্নের সঙ্গে পরিষেবা দিয়ে এক নতুন মানদণ্ড তৈরি করব। এক ছাদের নীচে সমস্ত ভেটেরিনারি সংক্রান্ত পরিষেবা প্রদান করা। উন্নত ডায়াগনস্টিক থেকে শুরু করে পোষ্য-বান্ধব ক্যাফে সব। আমরা এমন এক পরিবেশ তৈরি করতে চাই যেখানে পোষ্য ও তাদের মালিকেরা নিজেদের বাড়ির মতোই আরাম পান। কুকুর-বিড়ালের পাশাপাশি সরীসৃপের দিকটাও ভেবেছি। মার্চ মাস থেকেই সরীসৃপ বিশেষজ্ঞ ডাক্তারও চলে আসবেন এখানে।’ এদিন উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন সাংসদ সৌগত রায়, মেয়র পারিষদ দেবাশিস কুমার ও ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)