Kolkata Update: ‘শিশু হাসপাতালে বাচ্চা আমার বাইরে পড়ে রইল’, মারাত্মক অভিযোগ সল্টলেকে মৃত পড়ুয়ার মায়ের। গতকাল সল্টলেকে দুটি বাসের রেষারেষিতে পড়ে প্রাণ যায় এক স্কুলপড়ুয়ার। অভিযোগ পুলিশকে জানানো হলেও তারা ব্যস্ত ছিল মোবাইল ফোনে। ‘বিসি রায় হাসপাতালেও ছেলেকে প্রাথমিক চিকিৎসাটুকু করা হয়নি’, বিস্ফোরক অভিযোগ মৃত ছাত্রের মায়ের।
হাড়োয়ায় বুথের ১০০ মিটাররে মধ্যে শাসক দলের দেওয়াল লিখন। সেই দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন। বুথের কাছাকাছি দেওয়াল লিখন, প্রশাসনের নির্দেশে মোছা হল দেওয়াল লিখন। আরও খবর, আজ ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এরমধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
+ There are no comments
Add yours