কলকাতা: উড়ানের ঠিক আগে যাত্রীভর্তি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। কলকাতা থেকে ব্যাঙ্ককগামী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল শেষ মুহূর্তে। কোনও রকম ঝুঁকি না নিয়ে যাত্রীদের নামিয়ে আনা হল। আপাতত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিমান সংস্থার তরফে যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ফের বিমানযাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। (Kolkata-Bangkok Flight)
Thai Lion সংস্থার SL243 বিমানটিতে বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। এই বিমানটিও একট আন্তর্জাতিক বিমান। এই বিমানটিও তৈরি করেছে আমেরিকার সংস্থা Boeing. তবে এই বিমানটি ড্রিমলাইনার সিরিজের নয়। শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে তাইল্যান্ডের ব্যাঙ্কক রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। রানওয়ের দিকে ছুটতেও শুরু করে বিমানটি। ঠিক সেই সময়ই বিপত্তি দেখা দেয়। (Kolkata Airport
যাত্রীরা জানিয়েছেন, শুক্রবার রাত ২টো বেজে ৩৫ মিনিটে কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল Thai Lion-এর ওই বিমানটির। নির্ধারিত সময়ের আগেই বিমানে যাত্রীদের তোলা হয়। বিমানটি নির্দিষ্ট সময়ে ট্যাক্সিওয়ে থেকে রানওয়ের দিকে ছুটতেও শুরু করে। কিন্তু বাঁক নিয়ে রানওয়েতে ওঠার মুখে আচমকা দাঁড়িয়ে যায় বিমানটি। বিমানটির ফ্ল্যাপ বিকল হয়ে যায় বলে খবর।
ওই ঘটনার পর প্রায় ঘণ্টা তিনেক যাত্রীদের বিমানের মধ্যেই বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। যাত্রীরা জানিয়েছেন, বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কাজ করছিল না। চরম সমস্যায় পড়তে হয় তাঁদের। সেই সময় বিমানের টেকনিশিয়ানরা ডানায় উঠে কাজ করছেন। শেষ পর্যন্ত শনিবার ভোর ৫.৩০ নাগাদ বিমান সংস্থার তরফে জানানো হয় যে, বিমানটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। বিমানটি উড়তে পারছে না।
এর পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। আপাতত হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করেছে বিমান সংস্থা। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ওই বিমানটিতে মেরামতির কাজ চলবে। রবিবার ভোর ৪টে নাগাদ ওই বিমানে চাপিয়েই সকলকে ব্যাঙ্কক নিয়ে যাওয়া হবে বলে যাত্রীদের জানিয়েছে বিমান সংস্থা।
এই ঘটনা নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। গত মাসে গুজরাতের আমদাবাদে রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ড পরই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। সেই থেকে পর পর একাধিক সংস্থার বিমানে সমস্যা চোখে পড়েছে। Boeing নির্মিত বিমানগুলি আদৌ যাত্রার জন্য় নিরাপদ কিনা প্রশ্ন ওঠে। সেই আবহেই কলকাতা বিমানবন্দরে বিপত্তি বাধে।