NOW READING:
কসবাকাণ্ডে পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদের, ‘মুখ্যমন্ত্রীর বলার পরেও কীভাবে ?..’
November 16, 2024

কসবাকাণ্ডে পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদের, ‘মুখ্যমন্ত্রীর বলার পরেও কীভাবে ?..’

কসবাকাণ্ডে পুলিশকে হুঁশিয়ারি ফিরহাদের, ‘মুখ্যমন্ত্রীর বলার পরেও কীভাবে ?..’
Listen to this article


কলকাতা: গতকাল ভর সন্ধেয় কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে অল্পের জন্য রক্ষা পান তিনি। বলাইবাহুল্য গোটা ঘটনায় চাঞল্য ছড়িয়েছে। এবার এই ইস্যুতে পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমের নিশানায় পুলিশ। এদিন ফিরহাদ বলেন, অনেক হয়েছে ! উত্তরপ্রদেশ,বিহার ও আহমেদাবাদের সংষ্কৃতি এখানে ঢুকতে দেওয়া হবে না। বাংলা দুষ্কৃতীদের জায়গা নয়। বাংলা হল সংষ্কৃতির জায়গা। আমাদের কাউন্সিলরকে খুন করলে,  যদি খুন হতেন, তাহলে তার পরিবার ও আমাদের দল ক্ষতিগ্রস্থ হত। তাই পুলিশকে বলব Act Now. মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কীভাবে অস্ত্র ঢুকছে ? কী করে অস্ত্র ঢুকছে ?  ইন্টিটেলিজেন্স কোথায়? এত বাইরের ক্রিমিনাল আসছে কীকরে ? কোথায় রয়েছে নেটওয়ার্ক ? এদিন প্রশ্ন তোলেন মেয়র। 

আরও পড়ুন, অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি, অভিষেকের বার্তার পরে এক টেবিলে কাজল

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন



Source link