আবির দত্ত, কলকাতা : খোদ পুলিশ কর্তার ফ্ল্যাটে চুরি ! আতঙ্কে টালিগঞ্জের পুলিশ আবাসনের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আবাসনে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করছেন তাঁরা। নিরাপত্তা নিয়ে আতঙ্কে অনেকেই আবাসন ছেড়ে চলে যাচ্ছেন বলে দাবি। অভিযোগ, সোমবার টালিগঞ্জ পুলিশ আবাসনে এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে।
গত পরশু টালিগঞ্জ পুলিশ আবাসনে এই চুরি হয়। এই আবাসনের আবাসিকরা পুলিশেই কর্মরত। বেশ কয়েকটি বাড়ির মহিলাদের অভিযোগ, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখানে সিসি টিভি ক্যামেরা নেই। নিরাপত্তারক্ষী নেই। রাতে দুষ্কৃতীরা চলে আসছে। ছাদে উঠে যাচ্ছে।
এই পরিস্থিতিতে অনেকে কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছেন। তাই অবিলম্বের নিরাপত্তার দাবি জানানো হচ্ছে। এর আগেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু, সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।
পুলিশ নিরাপত্তাহীনতার বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
জাকারিয়া স্ট্রিটে ট্যাক্সি চুরিতে বাধা !
গতকালই কলকাতার (Kolkata) জাকারিয়া স্ট্রিটে ট্যাক্সি চুরি রুখতে গিয়ে প্রাণ যায় চালকের। পালানোর সময় ট্যাক্সির চালককে পিষে দেয় অভিযুক্ত। তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তে নেমেছে জোড়সাঁকো থানা।
চুরি রুখতে গিয়ে প্রাণ গেল : মঙ্গলবার সকাল ৭ টা ৪৫। অন্যদিনের মতো গাড়ি ধোয়ার জন্য রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখেছিলেন ৫২ বছর বয়সি মহম্মদ ফিরোজ। তিনি ওই ট্যাক্সির চালক। ২৯ বছর জাভেদ আহমেদের নজর ছিল ট্যাক্সির ওপর। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল একটি ট্যাক্সি। দরজা খুলে উঠে বসল এক যুবক। দেখেই দৌঁড়ে এলেন এক ব্যক্তি। রাস্তার অপর প্রান্ত থেকে ছুটে এলেন আরেকজন। অবলীলায় ২ জনকেই টেনে নিয়ে গেল চলন্ত ট্যাক্সি। সজোরে ধাক্কা মারল রাস্তার অপর প্রান্তের লাইট পোস্টে। ট্যাক্সির তলায় পিষে গেলেন সাদা গেঞ্জি পরা প্রৌঢ়। ঘটনা নজরে আসতেই ছুটে আসনে পথ চলতি সকলে। হাতে নাতে ধরে ফেলা হয় অভিযুক্ত যুবককে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় আধ ঘণ্টা ওই এলাকায় ঘোরাফেরা করে সে। ট্যাক্সির চারপাশ ফাঁকা দেখতেই দরজা খুলে উঠে বসে। জাভেদ আহমেদকে পাকড়াও করে জোড়াসাঁকো থানার হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। জাভেদকে গ্রেফতার করেছে পুলিশ। রক্তাক্ত মহম্মদ ফিরোজকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন