NOW READING:
বেহালায় গৃহস্থের বাড়ি থেকে সোনার আংটি-কানের চুরির অভিযোগ ! উধাও মেকানিকের টাকাও; আটক আয়া
March 31, 2025

বেহালায় গৃহস্থের বাড়ি থেকে সোনার আংটি-কানের চুরির অভিযোগ ! উধাও মেকানিকের টাকাও; আটক আয়া

বেহালায় গৃহস্থের বাড়ি থেকে সোনার আংটি-কানের চুরির অভিযোগ ! উধাও মেকানিকের টাকাও; আটক আয়া
Listen to this article



<p><strong>কলকাতা :</strong> আয়া আসার পরই একের পর এক চুরির ঘটনা ! একদিন বাড়িরই সোনার আংটি, কানের দুল চুরি। অন্যদিন, বাড়িতে আসা মেকানিকের টাকাও চুরি হয়ে যায়। ঘটনায় অভিযোগ আয়ার বিরুদ্ধে। পুলিশ তাঁকে আটক করে নিয়ে গেছে।</p>
<p><strong>কী ঘটনা ?</strong></p>
<p>বেহালার ঘটনা। অসুস্থ মহিলার জন্য বাড়িতে আয়া রাখা হয়েছিল। তারপরই খোয়া যায় সোনার আংটি, সোনার কানের দুল, রুপোর গয়না-সহ টাকাও। গতকাল এই বিষয়ে বেহালা থানায় একটি অভিযোগও জানানো হয়।&nbsp;</p>
<p>অসুস্থ মহিলার জন্য গত দু’দিন ধরে একজন আয়া কাজ করছেন ওই বাড়িতে। বাড়ির লোকেরা তাঁকেই সন্দেহ করেন। গতকাল সোনার আংটি, কানের দুল-সহ অর্থ চুরি যায় ওই বাড়িতে। আজকে ওই বাড়িতে ওয়াটার পিউরিফায়ার কোম্পানির একজন মেকানিক আসেন ফিল্টার সারাতে। দেখা যায়, তাঁরও ব্যাগ থেকেও সাড়ে ১৩ হাজার টাকা উধাও। এই ঘটনায় ওই আয়াকেই &nbsp;সন্দেহ করা হয়।&nbsp;</p>
<p>এরপর বেহালা থানার পুলিশ এসে ওই আয়ার ব্যাগ তল্লাশি করে। তাঁর ব্যাগ থেকে একটি সোনার আংটি পাওয়া যায় । এরপর পুলিশ ওই আয়াকে জেরা করতেই তিনি সাড়ে ১৩ হাজার টাকা বের করে দেন। এরপর বেহালা থানার পুলিশ ওই আয়াকে আটক করে থানায় নিয়ে যায়।</p>
<p>ওই বাড়ির সদস্য অনুরাগ দাস বলেন, "গতকাল বাইরে বেরনোর জন্য রেডি হচ্ছিলাম। তখন একটি ব্যাগে থাকা একটি সোনার আংটি এবং ভেতরের শো-কেসে দুটো কানের ছিল। তখন ৭টা-সাড়ে ৭টা বাজে। বেরনোর সময় খুঁজতে গিয়ে কিছুতেই সেগুলি পাইনি। দেখি, সোনার কানেরও নেই। &nbsp;এছাড়া আনুমানিক সাড়ে ৪-৫ হাজার টাকা ক্যাশ গেছে। গত দুদিন আমাদের বাড়িতে একজন মহিলা আসেন। তিনি আসার পর থেকেই এগুলো হচ্ছে। আমার আন্টি অসুস্থ। তাঁর দুটো অপারেশন হয়েছে। তাঁর জন্য সেন্টার থেকে আয়া রাখা হয়েছিল। আয়াকে সন্দেহ করছি। সেন্টার আমরা আপাতত জানাইনি। এখানে ৬ ঘণ্টার জন্য ডিউটিতে এসেছেন আয়া। গতকাল সকাল সাড়ে ৯টায় আসেন। আড়াইটা নাগাদ উনি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলেন। তারপর চলে যান। আজ ডিউটিতে &nbsp;এসেছেন প্রায় ১০টায়। উনি আসছিলেন না বলে আমরা সন্দেহও করছিলাম। ওঁর সেন্টার কাল কলও করেছি। জিজ্ঞাসা করি, যে লোক রাখেন তাঁর কি নথি নেন ? আমাদের আনুমানিক ১ লক্ষ টাকার উপর সোনার জিনিস এবং ক্যাশ গেছে ৫-৬ হাজার টাকার মতো। আজ আমাদের ঘরে ওয়াটার পিউরিফায়ারের কাজ করার জন্য একজন এসেছিলেন। উনি এসে রান্নাঘরে ব্যাগটা রেখেছিলেন। তারপর উনি হঠাৎ আন্টিকে ফোন করেন উনি ১৩ হাজার ৫০০ টাকা পাচ্ছেন না। তারপর আরও সন্দেহ বাড়ে। কাল বেহালা থানায় জানানো হয়েছে।"&nbsp; &nbsp;&nbsp;</p>



Source link