NOW READING:
Kolkata Student Death: পরীক্ষায় বড় ভয়! পড়ে রইল অংকের খাতা, মায়ের শাড়িতেই ‘মেধাবী’ ছাত্র…
July 7, 2025

Kolkata Student Death: পরীক্ষায় বড় ভয়! পড়ে রইল অংকের খাতা, মায়ের শাড়িতেই ‘মেধাবী’ ছাত্র…

Kolkata Student Death: পরীক্ষায় বড় ভয়! পড়ে রইল অংকের খাতা, মায়ের শাড়িতেই ‘মেধাবী’ ছাত্র…
Listen to this article


অয়ন ঘোষাল: পড়ে রইল অংকের বই। অংকের খাতা। অংক পরীক্ষার ভয়েই আত্মঘাতী কলকাতার এক নামী স্কুলের দশম শ্রেণির ছাত্র। আজ স্কুলে অংক পরীক্ষা ছিল। তার আগেই বাড়িতে ঘর থেকে উদ্ধার ওই ছাত্রের ঝুলন্ত দেহ। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, শৌর্য সরকার নামে ওই ছাত্র কলকাতার এক নামকরা স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। বহু দিন আগে থেকেই নার্ভাস ব্রেক ডাউনের শিকার ওই ছাত্র। আগেও একাধিকবার কাউন্সেলিং হয়েছে ওই ছাত্রের। আজ স্কুলে অংক পরীক্ষা ছিল। পরীক্ষা নিয়ে ভয় পাচ্ছিল, টেনশন করছিল ওই ছাত্র। সেই টেনশন থেকেই নার্ভাস ব্রেক ডাউন। আর তা থেকেই ওই ছাত্র আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে কালীঘাট থানার পুলিস। 

রাসবিহারী মোড়ের কাছে বাদাম তলা আষাঢ় সংঘের পিছনে ওই ছাত্রের বাড়ি। জানা গিয়েছে, ওই ছাত্রের বাবা কলকাতা পুলিসে কর্মরত। আর মা একজন শিক্ষিকা। এদিন সকাল ৬টা ১০ নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে ফোন যায় পুলিসের কাছে। শৌর্য সরকারকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ও তাকে মৃত অবস্থায় হাসপাতালে  আনার কথা হাসপাতালের তরফে জানানো হয়। 

এরপরই প্রয়োজনীয় তদন্ত শুরু করে পুলিস। তদন্তে নেমে পুলিস জানতে পারে, দশম শ্রেণির ছাত্র শৌর্য অবসাদে ভুগছিল। তার নার্ভাস ব্রেক ডাউনের এপিসোড চলছিল। যেজন্য এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসাও চলছিল। এরপরই এদিন অংক পরীক্ষার আগে ঘরের ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় শৌর্যের দেহ উদ্ধার করে তার বাবা-মা। মায়ের শাড়িতে আত্মঘাতী হয় শৌর্য। 

আরও পড়ুন, Nurse Death: ‘টোপ’ দিয়েই খু*ন? নার্স খু*নে চাঞ্চল্যকর তথ্য! ময়নাতদন্তের রিপোর্টে লেখা…

আরও পড়ুুন, PPF Account: ব্যাংক না পোস্ট অফিস, কোথায় PPF-এ লাভ বেশি? মাসে ৪৫০০-১১৫০০ জমালে ১৫ বছরে মোট কত টাকা হাতে পাবেন আপনি… জানুন পুরো হিসেব…

আত্মহত্যা স্টোরিতে এই ডিসক্লেইমার দিতে হবে:
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link