<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda Live: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে ‘গুলি’। ‘সুশান্তকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল বাড়ির দরজায়’। ‘বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় বাইকে চেপে হামলা’। ‘প্রথমে সুশান্তর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করার চেষ্টা’। ‘প্রথমে গুলি না বেরোনোয় ফের গুলি করার চেষ্টা দুষ্কৃতীর’। ‘ধাক্কাধাক্কিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগল কাউন্সিলরের বাড়ির দরজায়’। ভর সন্ধেয় কসবায় কাউন্সিলরের উপর দুষ্কৃতী হামলায় এমনই অভিযোগ । সুশান্ত ঘোষের উপর ‘হামলা’, হামলাকারীর মধ্যে অস্ত্র-সহ একজন আটক। </span></p>
<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto"> লটারির মাধ্যমে কালো টাকা সাদা ? কলকাতায় মিলল টাকার পাহাড় ! লেক মার্কেটের আবাসনে ED-র ম্যারাথন অভিযান চলছে । ৩ কোটি টাকার হদিশ মিলেছে ! চেন্নাইয়ের মামলার সূত্র ধরে কলকাতায় ED-র ম্যারাথন অভিযান শুরু হয়। একযোগে কলকাতা-চেন্নাইয়ে ২০ জায়গায় তল্লাশি চলছে, প্রায় ৮ কোটি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে ! ধৃত লটারি কিংকে জেরা করে লেক মার্কেটে লটারির অফিসে অভিযান চালানো হয়। কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করার আশঙ্কায় অভিযান।</span></p>
Source link
কলকাতায় ভরসন্ধেয় TMC কাউন্সিলরকে প্রাণে মারার চেষ্টা ! প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ

+ There are no comments
Add yours