বেহালা, যাদবপুরের পর এবার গড়িয়া ঢালাই ব্রিজ, দুর্ঘটনার কবলে একের পর এক অটো ! মর্মান্তিক পরিণতি
কলকাতা : বেহালা, যাদবপুরের পর এবার গড়িয়া ঢালাই ব্রিজ, ফের শহরে পথ দুর্ঘটনা। বেপরোয়া ম্যাটাডোরের ধাক্কায় উল্টে গেল যাত্রীবাহী একটি অটো। দুর্ঘটনার কবলে পড়ে আরও ৩টি অটো । দুর্ঘটনায় অটো চালক-সহ ছয় জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ম্যাটাডোরের চালক পলাতক।
ঘটনা কী ?
ঢালাই ব্রিজ শহরের অন্যতম ব্যস্ততম এলাকা। দিনভর এখান দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। এদিন সকাল ৯টা নাগাদও একই ছবি দেখা যায়। সেই সময় কামালগাজির দিক থেকে একটা ম্যাটাডোর গাড়ি আসছিল। বেপরোয়া গতিতে এসে যাত্রীবাহী অটোয় ধাক্কা মারে। এর জেরে আশপাশের জেরে থাকা ২-৩টি অটোও দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাটাডোরের ধাক্কায় অটোটি পুরো পাল্টি খেয়ে যায়। অটোয় থাকা যাত্রীরা আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাঁকে ইতিমধ্যে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু ও মহিলা-সহ ছয় জন দুর্ঘটনায় আহত হন। অন্য়ান্যদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসকার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। ঘাতক গাড়ি-সহ চালক পলাতক।
এদিনই বছর তিনেকের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন মা-বাবা। বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় বাইক পড়ে প্রাণ যায় মায়ের। সাতসকালে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত হন শিশুর বাবা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছে বছর তিনেকের শিশুকন্যা।
সকাল সাড়ে ৬টা নাগাদ স্বামীর বাইকে চড়ে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা বছর ২৮-এর দেবশ্রী মণ্ডল। এইট বি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে S-31 রুটের সরকারি বাস বাইকে ধাক্কা মারা। বাইক ছিটকে পড়ায় মহিলাকে পিষে দেয় বাসের চাকা।
এদিকে, ফের রাতের শহরে দুর্ঘটনা ঘটে। বেহালায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী মহিলার। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ পর্ণশ্রী পলিটেকনিক কলেজের সামনে দুর্ঘটনা ঘটে। বাজার সেরে স্বামীর সাইকেলে চড়ে ফিরছিলেন প্রভাবতী গন্দ। পিছন থেকে বেপরোয়া গাড়ি সাইকেলে ধাক্কা মারে। চাকায় পিষ্ট হয়ে যান বছর পঞ্চাশের মহিলা। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মহিলার স্বামীও গুরুতর জখম হন। তাঁকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বেপরোয়া গাড়ির চালককে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ।
আরও দেখুন