কলকাতা : সাতসকালে কলকাতার রেড রোডে গাড়ি দুর্ঘটনা। আহত হন গাড়ির চালক। সকাল ৮টা নাগাদ রেড রোডে পুলিশ মেমোরিয়ালের সামনে দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি রেড রোড ধরে আসছিল। আরেকটি গাড়ি মেয়ো রোডের দিক থেকে এসে ওই গাড়িটিকে ধাক্কা মারে। প্রথম গাড়ির চালক আহত হন। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
শহরে সাম্প্রতিক সময়ে দুর্ঘটনা...
দিনকয়েক আগেও শহরে ঘটে যায় পথ দুর্ঘটনা। শহরের এক্কেবারে প্রাণকেন্দ্রে। পার্কস্ট্রিটে গত সোমবার সকালের ব্যস্ত সময়ে রেলিংয়ের ওপর উঠে পড়ে বাস।
হাওড়া থেকে যাদবপুর যাচ্ছিল বাসটি। পার্ক স্ট্রিটে এসে হঠাৎই রেলিং ভেঙে ডিভাইডারে উঠে পড়ে চলন্ত বাসটি। হাওড়া থেকে আসা সরকারি বাসটিতে ছিলেন অনেক যাত্রীই । তারমধ্যে ৫ জন আহত হন। গুরুতর আহত একজনকে ভর্তি করা হয় হাসপাতালে। কেন ঘটল এই দুর্ঘটনা? বেপরোয়া গতি নাকি যান্ত্রিক ত্রুটি ? খতিয়ে দেখে পুলিশ। বাসের ট্রাই রড ভেঙে যাওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণেই বাস দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমানের কথা জানায় পুলিশ। সরকারি বাসের রক্ষণাবেক্ষণ কি ঠিকঠাক হয়? পরীক্ষা না করেই যাত্রী নিয়ে বেরিয়েছিল সরকারি বাস? ওঠে প্রশ্ন।
ব্যস্ত সময়ে কোনও পথচারীও আহত হতে পারতেন। সৌভাগ্যবশত তেমনটা ঘটেনি।
তারও আগে ই এম বাইপাসের ওপর অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনায় আহত হন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। প্রিন্স আনোয়ার শা রোড কানেক্টরে ৩টি গাড়ির সংঘর্ষে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হন ২ জন। সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসার পর আত্মীয়র সঙ্গে অটোয় বাড়ি ফিরছিলেন বৃদ্ধ। স্থানীয়দের দাবি, ভুল রুটে এসে একটি অ্যাপ ক্যাব প্রথমে অটোয় ধাক্কা মারে। এরপরই পাশ দিয়ে যাওয়া গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগে। ৩টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ গিয়ে ওই বৃদ্ধ এবং অটোর চালককে উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, গাড়ি চালানো শিখছিলেন অ্যাপ ক্যাবের চালক। তিনি মত্ত অবস্থায় ছিলেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ক্যাব চালক। ঠিক কী কারণে এমন ভুল রুটে অ্যাপ ক্যাব ঢুকে পড়ল, খতিয়ে দেখে পুলিশ। কলকাতা পুলিশের তরফে এতবার সতর্ক করা সত্ত্বেও মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনা ঘটেই চলেছে। স্বাভাবিক ভাবে ফের প্রশ্নের মুখে পথ নিরাপত্তা।
আরও দেখুন