<p><strong>কলকাতা:</strong> কলকাতার বুকে ফের আক্রান্ত হলেন প্রোমোটার। তোলা দিতে অস্বীকার করায় এলাকারই কিছু অসামাজিক যুবকদের বিরুদ্ধে উঠল মারধরের অভিযোগ। ট্যাংরার শীল লেনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রাজু সিং নামে ওই আক্রান্ত প্রোমোটার।</p>
<p>তোলা দিতে অস্বীকার? তাই কি খাস কলকাতায়, ফের প্রোমোটারের উপর হামলার অভিযোগ উঠল এলাকারই দুষকৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল ট্যাংরার শীল লেন। তারক দাস, সুরজিৎ হাজরা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্যাংরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজু সিং নামে ওই আক্রান্ত প্রোমোটার। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ অফিস খোলেন রাজু সিং। প্রোমোটারের অভিযোগ অনুযায়ী, সেই সময়ই, তাঁর অফিসে এসে জড়ো হয় অভিযুক্তদের দলবল। তাঁর কাছে ২ লক্ষ টাকা চাওয়া হয়। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় বেধড়ক মার। বন্দুকের বাঁট দিয়ে ভেঙে ফেলা হয় অফিসের কাচ। অভিযোগ, মারধরে বাধা দিতে গিয়ে দুষকৃতীদের হাতে আক্রান্ত হন এলাকারই আরেক বাসিন্দা দীপঙ্কর মজুমদার। তিনি জানান, "আমাকেও মেরেছে, বাধা দিয়েছিলাম বলে।” কিন্তু কাদের মদতে দিনেদুপুরে চলছে তোলাবাজি? এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি।<strong><br /></strong><br />গত বছর ১৫ ডিসেম্বর দাবি মতো তোলা না দেওয়ায়, বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে, মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। দীর্ঘদিন ফেরার থাকার পর সেই ঘটনায় জামিন পান অভিযুক্ত কাউন্সিলর।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Jadavpur University Chaos: শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে যাদবপুরের পড়ুয়া, সোমবার সব বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল SFI" href="https://bengali.abplive.com/district/jadavpur-university-chaos-sfi-student-strike-called-in-all-universities-on-monday-1122802" target="_self">Jadavpur University Chaos: শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে যাদবপুরের পড়ুয়া, সোমবার সব বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিল SFI</a></strong></p>
Source link
তোলা দিতে অস্বীকার করায় জুটল মার! ফের আক্রান্ত প্রোমোটার

+ There are no comments
Add yours