NOW READING:
’২৬-এ মুখ্য চরিত্রে চাই’, অগ্নিমিত্রার নামে পোস্টার শহরে, নেপথ্যে কি BJP-র অন্তর্দ্বন্দ্ব?
March 27, 2025

’২৬-এ মুখ্য চরিত্রে চাই’, অগ্নিমিত্রার নামে পোস্টার শহরে, নেপথ্যে কি BJP-র অন্তর্দ্বন্দ্ব?

’২৬-এ মুখ্য চরিত্রে চাই’, অগ্নিমিত্রার নামে পোস্টার শহরে, নেপথ্যে কি BJP-র অন্তর্দ্বন্দ্ব?
Listen to this article


কলকাতা: শহরে ফের রাজনৈতিক পোস্টার, যাতে বাংলায় মুখ্য চরিত্র হিসেবে অগ্নিমিত্রাকে দেখার ইচ্ছে জানানো হয়েছে। নাম দেখে এই অগ্নিমিত্রা বিজেপি-র বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেই মনে করা হচ্ছে। ভিআইপি রোডে অগ্নিমিত্রার নামে পোস্টার দেখা গিয়েছে। পোস্টারে লেখা রয়েছে, ‘২০২৬ সালে বাংলার মুখ্য চরিত্রে ‘নারীশক্তির রক্ষাকবচ’ অগ্নিমিত্রাকে চাই’। ‘বাংলার অসুরক্ষিত মহিলা সমাজে’র নামে ওই পোস্টার টাঙানো হয়েছে। কিন্তু আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকার নামে কেষ্টপুরে কেন পোস্টার টাঙানো হল, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। (Agnimitra Paul)

ভিআইপি রোডে যে পোস্টারটি চোখে পড়েছে, তাতে লেখা রয়েছে, ‘মহিলা অসুরক্ষিত বাংলাকে সুরক্ষিত করে গড়তে ২০২৬-এ বাংলায় মুখ্য চরিত্রে, বাংলার নারীশক্তির রক্ষাকবচ অগ্নিমিত্রাকে চায়। সৌজন্যে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ’। রাস্তার ধারের রেলিংয়ে পর পর ওই পোস্টার টাঙানো থাকতে দেখা গিয়েছে। কে বা কারা ওই পোস্টার টাঙাল, কেনই বা অগ্নিমিত্রার নামে এই পোস্টার, তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। (West Bengal BJP)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এখনও একবছর বাকি। কিন্তু তার আগে বাংলায় পোস্টার-রাজনীতি শুরু হয়েছে। কখনও শাসক দলের অধিনায়কত্ব নিয়ে পর পর পোস্টার টাঙানো হচ্ছে, কখনও আবার বিরোধী দলের নেতার বিরুদ্ধে দুর্নীতি নিয়ে পোস্টার দিচ্ছে দলেরই একাংশ। সেই আবহেই কেষ্টপুরে ভিআইপি রোডের ধারে বৃহস্পতিবার অগ্নিমিত্রার নামে পোস্টার চোখে পড়ল। 

যে ‘বাংলার অসুরক্ষিত মহিলা সমাজে’র নামে পোস্টার টাঙানো হয়েছে, তাদের খোঁজ মেলেনি এখনও পর্যন্ত। কিন্তু আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাকে নিয়ে হঠাৎ কেষ্টপুরে পোস্টার কেন? বিজেপি-রই কি কোনও অংশ ওই পোস্টার টাঙিয়েছে? না কি কেষ্টপুর অঞ্চলে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 

এ নিয়ে প্রশ্ন করলে অগ্নিমিত্রা বলেন, “আমি দেখিনি পোস্টার, তবে দেখলাম। কারা পোস্টার দিয়েছে জানি না, তবে ভালবেসেই দিয়েছেন বলে ধরব। কিন্তু আমাদের দলে আমি বলে কিছু হয় না, এখানে আমরা।” অগ্নিমিত্রাকে নিয়ে এই পোস্টারের নেপথ্য়ে বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলে দাবি করছে তৃণমূল। কিন্তু অগ্নিমিত্রার বক্তব্য, “ওদের দলে অন্তর্দ্বন্দ্ব আছে, আমি জানি।  তাই গুলি চলে, গলা কেটে দেয়। সবই টাকাপয়সার হিসেব। আমাদের দলে অন্তর্দ্বন্দ্ব নেই। আমি যেহেতু মহিলাদের জন্য লড়াই করি, তাই হয়ত এই ব্যানার লাগিয়েছে।”

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণেই ফের প্রার্থী হবেন অগ্নিমিত্রা, না কি তাঁর কেন্দ্র বদল করবে বিজেপি, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। সেই নিয়ে অগ্নিমিত্রা বলেন, “আমি কোথায় প্রার্থী হব, তা নেতৃত্ব ঠিক করবেন। আমাদের রেজিমেন্টেড পার্টি। আমাদের সার্ভে হয়, শীর্ষ নেতৃত্ব ঠিক করেন। আমাদের দলে শৃঙ্খলা রয়েছে। দল যেখানে বলবে, সেখানে দাঁড়াব। না বললে দাঁড়াব না। দলের কথাই শেষ।”

তবে এই পোস্টার-রাজনীতি নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী। তাঁর কথায়, “পোস্টার যুদ্ধ তো চলছে কলকাতায়। কয়েক দিন আগে খোকাবাবু না দিদি পোস্টার দেখলাম। এখন চলছে আর একটা। তৃণমূল এবং বিজেপি-র মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, এটা তারই বহিঃপ্রকাশ। ক্ষমতায় আসতে আর তর সইছে না।”

আরও দেখুন



Source link