# Tags
#Blog

Ratriter Sathi | Kolkata Police: ৬ সরকারি হাসপাতালে চালু ‘রাত্তিরের সাথী’, দায়িত্বে কলকাতা পুলিসের প্রাক্তন দুঁদে কর্তারা…

Ratriter Sathi | Kolkata Police: ৬ সরকারি হাসপাতালে চালু ‘রাত্তিরের সাথী’, দায়িত্বে কলকাতা পুলিসের প্রাক্তন দুঁদে কর্তারা…
Listen to this article


পিয়ালি মিত্র: আরজি কর মেডিক্যাল কলেজের সাম্প্রতিক ঘটনায় কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার সম্প্রতি ‘রাত্তিরের সাথী’ প্রকল্প ঘোষণা করেছিল। মহিলা চিকিত্‍সক সহ মেডিক্যাল কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে  এবার কলকাতার ছয়টি সরকারি হাসপাতালে চালু হল এই প্রকল্প। 

আরও পড়ুন- Triptii Dimri: রণবীর পারেননি, ভিকিতে তৃপ্ত তৃপ্তি! ‘রাত ৩টের সময় ফোন করলেও আমায়…’

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে কলকাতা পুলিসের এলাকার চারটি সরকারি হাসপাতাল, একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং একটি জেলা হাসপাতালে এই কর্মসূচি চালু করা হয়েছে। সেই কাজের অঙ্গ হিসাবে এসি ও ডিসি পদ থেকে অবসর নেওয়া ৬ জন প্রাক্তন অফিসারকে শহরের  ৬টি হাসপাতালে দায়িত্ব দিল কলকাতা পুলিস। 

উল্লেখযোগ্য ভাবে, আগস্টের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আরজি কর কাণ্ডের শুনানিতে চিকিৎসা সেবায় যুক্তদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছিল। এর পরেই রাজ্য সরকার সমস্ত মেডিক্যাল কলেজ এবং সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলিতে অবসরপ্রাপ্ত পুলিশ এবং সেনা অফিসারদের নিয়োগের নির্দেশ দেয়। 

আরও পড়ুন- R G Kar Case: ফের অসুস্থ! আদালত থেকে সোজা হাসপাতালে টালা থানার প্রাক্তন OC, নাম ঘোষণা নয়া ওসির…

স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে, কলকাতার পুলিস কমিশনারের সুপারিশের ভিত্তিতে এই ছয়জন এসি ও ডিসি পদ থেকে অবসরপ্রাপ্ত পুলিসকর্তাকে নিয়োগ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আরজি কর মেডিক্যাল কলেজের সাম্প্রতিক ঘটনা পর্যালোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে নিরাপত্তারক্ষীদের মধ্যে সমন্বয় এবং নজরদারি নিশ্চিত করাই ‘রাত্তিরের সাথী’কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রথম পর্যায়ে যে ছ’টি হাসপাতালে এই কর্মসূচি চালু হয়েছে, সেগুলি হল ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস মেডিক্যাল কলেজ, মেটিয়াবুরুজ (গার্ডেনরিচ এসজিএফ) এবং এমআর বাঙুর হাসপাতাল। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal