# Tags
#Blog

‘বাইকে করে এসে চোখে স্প্রে’, খাস কলকাতায় কোটি টাকা ‘ছিনতাই’ ব্যবসায়ীর !

‘বাইকে করে এসে চোখে স্প্রে’, খাস কলকাতায় কোটি টাকা ‘ছিনতাই’ ব্যবসায়ীর !
Listen to this article


শিবাশিক মৌলিক, কলকাতা : দিনকয়েক আগেই পুলিশ সেজে আয়কর আধিকারিকের গলার হার ছিনতাইয়ের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। ভরদুপুরে EM বাইপাসের ওপর ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এবার নারকেলডাঙায় ১ কোটি টাকা ‘ছিনতাইয়ের’ অভিযোগ উঠল। ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ‘ছিনতাই’ করা হয়েছে বলে অভিযোগ। ‘চোখে কিছু স্প্রে করে ধারালো অস্ত্রের আঘাত করে তাঁর টাকা ছিনতাই করা হয়েছে। এমনই দাবি করেছেন ব্যবসায়ী। এদিকে ঘটনায় অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে, ব্যবসায়ীর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে দাবি পুলিশ সূত্রে।

ঘটনা কী ?

খাস কলকাতায় ব্যবসায়ীকে ছুরি মেরে এক কোটি টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে স্থানীয় এক ব্যবসায়ী ইফতিকার আহমেদ খান যখন ব্যবসায়ীর কাজে যাচ্ছিলেন, তখন তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। দু’টি মোটর বাইকে করে এসেছিল তারা। এরপর ব্যবসায়ীর চোখে কিছু স্প্রে করা হয়। সেই সময় চোখে দেখতে অসুবিধা হচ্ছিল ব্যবসায়ীর। সেই সুযোগে তাঁর টাকার ব্যগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু, ব্যাগ ছিনতাইয়ে বাধা দেওয়ার সময় ব্যবসায়ীকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এই অভিযোগ নিয়ে তিনি নারকেলডাঙা থানায় যান। ব্যবসায়ীরা অভিযোগের ভিত্তিতে বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দিনকয়েক আগেই পুলিশ সেজে এক আয়কর আধিকারিকের গলার হার ছিনতাইয়ের অভিযোগ ওঠে খাস কলকাতায়। পুলিশ সেজে ভরদুপুরে EM বাইপাসের ওপর ছিনতাইয়ের অভিযোগ ওঠে। একই দিনে সন্ধেয় আরও একজনের হার ছিনতাই করা হয়েছে। এ ধরনের ঘটনার জেরে আতঙ্কিত টেগোর পার্কের সারদা পল্লি এলাকার বাসিন্দারা। এনিয়ে কসবা থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে CC ক্যামেরার ফুটেজ দেখে বাইক আরোহী ৩ যুবককে চিহ্নিত করা হয়। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, “এখানে আমাদের অনেক ভয় আছে। এখানে চুরি-চামারি হয়। বাইক নিয়ে ছেলেগুলো আসা-যাওয়া করে। মোবাইল হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এর আগেও এধরনের ঘটনা ঘটেছে। বাড়িতে চুরি হয়েছে। কখন কী হয় ধরা যায় না আগে।”

স্থানীয় এক মহিলা বলেন, “ভীষণ ভয় লাগছে। আগে এরকম শুনিনি। এখন দেখে আমার তো ভীষণ ভয় লাগছে। ভর দুপুরে..রাতে নয়…কিছু নয়।”

 

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal