কলকাতা: তৃণমূলের পার্টি অফিসে না গেলে মিলবে না জল? সুশান্ত-লিপিকা সংঘাত, ‘নির্জলা’ রাজডাঙার ৬০টি পরিবার! রাজডাঙার পূর্বপাড়ায় তৃণমূল কাউন্সিলরের ‘হুইপ’ ঘিরে তোলপাড়! ১৫দিন ধরে জল নেই রাজডাঙার পূর্ব পাড়ায় ৬০টি পরিবারের। কাউন্সিলরের বিরুদ্ধে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ।
‘জলের কানেকশন ফিরে পেতে প্রতি সন্ধ্যায় যেতে হবে পার্টি অফিসে..’
‘জলের কানেকশন ফিরে পেতে প্রতি সন্ধ্যায় যেতে হবে পার্টি অফিসে। পাশের ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামী, তাই প্রতিহিংসা। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ঝুপড়িবাসীদের। ‘ভিত্তিহীন অভিযোগ, ৪টি লাইন সরিয়ে বসবে ২৪টি নতুন লাইন। কয়েকজনের জন্য বৃহত্তর স্বার্থ কেন ক্ষুণ্ণ হবে? আমি সবার কাউন্সিলর’, স্থানীয়দের একাংশের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি লিপিকা মান্নার।’গণ-অভিযোগ পেয়েছি, সব জানাচ্ছি পুরসভা, মেয়রকে’, জলের সংযোগ কাটার অভিযোগে মন্তব্য বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের।
‘বিরোধী দলের সমর্থক ও নেতাদের বাড়িতে দেওয়া হচ্ছে না জলের কানেকশন’
উল্লেখ্য, বারুইপুরের পশ্চিম বিধানসভা কেন্দ্রের বারুইপুর পৌরসভা এলাকায় বিরোধী দলের সমর্থক ও নেতাদের বাড়িতে দেওয়া হচ্ছে না জলের কানেকশন।অভিযোগ, ওয়ার্ডের সকলের বাড়িতে নতুন পানীয় জলের কানেকশন দেওয়া হচ্ছে।বিজেপি বা সিপিআইএম করার অপরাধে পাইপ লাইন যাওয়ার জন্য মাটি খোড়া হলেও জলের লাইন দেওয়া হচ্ছে না। অভিযোগ, কাউন্সিলরের কাছে বারে বারে গেলেও জলের কনেশন পাচ্ছেন না।
মানবাধিকার কমিশনের কাছে চিঠি
এই বিষয়ে বিজেপি পূর্বের মন্ডল সভাপতি গৌতম চক্রবর্তী বলেন, প্রধান মন্ত্রি জল মিশন প্রকল্পের প্রতি বাড়িতে জলের কানেশন দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু বারুইপুর পৌরসভা এলাকায় বিরোধীদের জলের কানেকশন দেওয়া হচ্ছে না ।এই বিষয়ে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মানবাধিকার কমিশনের কাছে চিঠি করেছে বলে দাবি করেছেন। আগামী দিনে এই বঞ্চিত পরিবারের সদস্যদের নিয়ে বারুইপুর পৌরসভার সামনে বিক্ষোভে বসবেন।
আরও পড়ুন, নিয়োগ ‘বন্ধ’, প্রতিবাদে টানা ২দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, প্রভাব পড়তে পারে ATM-এও !
আমরা এমন বৈষম্যের রাজনীতি করি না, জল পাওয়ার অধিকার সবার আছে, সবাই জল পাবেন : বারুইপুর পশ্চিমের বিধায়ক
তবে এই বিষয়ে বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই অভিযোগ উদ্দেশ্য প্রণীত , আমরা এমন বৈষম্যের রাজনীতি করি না। জল পাওয়ার অধিকার সবার আছে, সবাই জল পাবেন।’
আরও দেখুন