NOW READING:
‘অডি, মার্সিডিজের মতো দামি গাড়ির প্রায় ৮০ কোটি টাকা রোড ট্যাক্সবাকি’, জানালেন পরিবহণমন্ত্রী।
November 26, 2024

‘অডি, মার্সিডিজের মতো দামি গাড়ির প্রায় ৮০ কোটি টাকা রোড ট্যাক্সবাকি’, জানালেন পরিবহণমন্ত্রী।

‘অডি, মার্সিডিজের মতো দামি গাড়ির প্রায় ৮০ কোটি টাকা রোড ট্যাক্সবাকি’, জানালেন পরিবহণমন্ত্রী।
Listen to this article



<p>ABP Ananda Live: ‘কলকাতায় বেশ কিছু দামি গাড়ির রোড ট্যাক্স বাকি’। ‘অডি, মার্সিডিজের মতো দামি গাড়ির প্রায় ৮০ কোটি টাকা রোড ট্যাক্সবাকি’, জানালেন পরিবহণমন্ত্রী।&nbsp;</p>
<p>তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব আরও বাড়ল প্রবীণ নেতাদের । দিল্লিতে মুখপাত্র অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে অরূপ-ববি-কল্যাণ । ডায়মন্ড হারবারে অভিষেকের ডক্টর্স মিটের দিনই ‘অপরাজিতা বিল’ নিয়ে রাস্তায় । বারবার বেফাঁস মন্তব্য করে দলে বিড়ম্বনায় ফেলা নিয়েও কড়াকড়ি । একটির বদলে এবার তৃণমূলে ৩টি শৃঙ্খলারক্ষা কমিটি । সাংসদ, বিধায়ক থেকে দলের সাধারণ নেতা-কর্মী-৩টি শৃঙ্খলারক্ষা কমিটি । শৃঙ্খলারক্ষার কোনও কমিটিতে নেই, দিল্লিতে সংসদ-বিষয়ে বলতে পারবেন অভিষেক । জাতীয় কর্মসমিতি ছাড়া শুধু দিল্লিতে জাতীয় মুখপাত্র হিসেবে থাকবেন অভিষেক । তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা ২২ থেকে বেড়ে হল ২৭ । দলের নতুন প্রজন্মকে মমতা-মুখী করতে বিশেষ কর্মসূচি তৃণমূলের</p>



Source link