কলকাতা: টালিগঞ্জে মহিলা খুনে চাঞ্চল্যকর তথ্য ( Tollygunge Woman Murder Case)। প্রেম-প্রস্তাবে সাড়া না দেওয়ায় ভগ্নিপতির হাতে খুন! ‘মোবাইল নম্বর ব্লক করে দেওয়ায় প্রতিহিংসার বশে খুন’, জেরায় জানিয়েছে অভিযুক্ত, দাবি পুলিশের। গ্রাহামস রোডে কাটা মাথা, রিজেন্ট কলোনিতে পা, শরীরের বাকি অংশ!
শ্যালিকার দেহ ৩ টুকরো করে লোপাটের চেষ্টা, গ্রেফতার ভগ্নিপতি! এক জায়গায় মাথা, আরও ২ জায়গায় পা, শরীরের বাকি অংশের হদিশ! ডায়মন্ড হারবারের বাসুলডাঙা থেকেই আতিবুর রহমান লস্কর গ্রেফতার। নিহত খতেজা বিবির ভগ্নিপতিকে জেরা করে অবশেষে বাকি দেহাংশের হদিশ!
আরও পড়ুন, ‘খুব শীঘ্রই সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে..’ ! ফিরহাদের মন্তব্য পোস্ট করে আক্রমণ মালব্যর
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন
+ There are no comments
Add yours