NOW READING:
‘কয়েকজনের জন্য বৃহত্তর স্বার্থ কেন ক্ষুণ্ণ হবে?আমি সবার কাউন্সিলর’,দাবি লিপিকা মান্নার
March 17, 2025

‘কয়েকজনের জন্য বৃহত্তর স্বার্থ কেন ক্ষুণ্ণ হবে?আমি সবার কাউন্সিলর’,দাবি লিপিকা মান্নার

‘কয়েকজনের জন্য বৃহত্তর স্বার্থ কেন ক্ষুণ্ণ হবে?আমি সবার কাউন্সিলর’,দাবি লিপিকা মান্নার
Listen to this article



<p>ABP Ananda Live: তৃণমূলের পার্টি অফিসে না গেলে মিলবে না জল? সুশান্ত-লিপিকা সংঘাত, ‘নির্জলা’ রাজডাঙার ৬০টি পরিবার! রাজডাঙার পূর্বপাড়ায় তৃণমূল কাউন্সিলরের ‘হুইপ’ ঘিরে তোলপাড়!&nbsp; ১৫দিন ধরে জল নেই রাজডাঙার পূর্ব পাড়ায় ৬০টি পরিবারের। কাউন্সিলরের বিরুদ্ধে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ। ‘জলের কানেকশন ফিরে পেতে প্রতি সন্ধ্যায় যেতে হবে পার্টি অফিসে’। ‘পাশের ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামী, তাই প্রতিহিংসা’। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ঝুপড়িবাসীদের।</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>হুমায়ুন কবীরকে শোকজ, শোকজের জবাব নিয়ে বৈঠক বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির । &nbsp;সূত্রের খবর, ভরতপুরের তৃণমূল বিধায়কের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি।দলের শৃঙ্খলাভঙ্গ করিনি, শুভেন্দু নিয়ে মন্তব্য দলের ব্যাপার নয়, জাতের ব্যাপার, শোকজের জবাব উল্লেখ হুমায়ুন কবীরের। এই বক্তব্যেই আপত্তি বিধানসভার পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটির। একজন বিধায়ক কখনও নিজেকে কোনও জাতের প্রতিনিধি হিসাবে তুলে ধরতে পারেন না, এই ধরণের মন্তব্য সংবিধান বিরোধী বলে মনে করছে শৃঙ্খলারক্ষা কমিটির। যদিও&nbsp; ‘ঠুসো’ মন্তব্য প্রসঙ্গে হুঙ্কার হুমায়ুন কবীরের। বললেন, ‘শো কজে আমি ভয় পাই না’!</p>



Source link