<p>ABP Ananda Live: প্রাক্তনীদের উদ্যোগে ২ দিন ব্যাপী উৎসব পালিত হল টাকী বয়েজ স্কুলে। উদ্যোগে প্রাক্তনীদের সংগঠন টিব্যাক। আজ ছিল টিব্যাক কার্নিভালের দ্বিতীয় দিন। ছথিল বসে আঁকো প্রতিযোগীতা,ছোটেদের সঙ্গে কাঞ্চন লাইভ, নচিকেতার গান, এবং রুক্মীনীর নটী বিনোদিনী এবং আরও কর্মসূচী। রাতে থাকে প্রাক্তনীদের মিলন উৎসব। ১৭তম বর্ষে পড়ল টিব্যাক। ..</p>
<p><strong> নুরুল হক-কে নারায়ণ অধিকারী বানিয়েছিল ধৃত সমীর দাসই ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস<br /></strong></p>
<p> </p>
<p> </p>
<p>বাংলাদেশের নুরুল হক ভারতে এসে হয়ে গেছিলেন নারায়ণ অধিকারী। রফিকুল ইসলাম আবার ভারতে ঢুকে বারাসাতে পেল্লাই বাড়িও বানিয়ে ফেলেছিলেন। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলাম এবং নুরুল হক ওরফে নারায়ণ অধিকারীর নথি তৈরি করে দিয়েছিল নথি-জালকাণ্ডে ধৃত সমীর দাস, দাবি পুলিশের। রফিকুল ও নারায়ণ অধিকারীকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে বারাসাত থানার পুলিশ। জাল নথি দিয়ে নুরুল ইসলাম শুধু নাম বদল করে নারায়ণ অধিকারী হননি, ভোল বদলও করেছিলেন, পুলিশ সূত্রে খবর। ভোল বদলের পর নুরুল ইসলামকে বাড়ি ছাড়া করতে রফিকুলকে চাপ দিচ্ছিল স্থানীয় বাসিন্দারা, পুলিশ সূত্রে খবর। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলামের বাড়িতে প্রচুর বাংলাদেশিদের যাতায়াত ছিল, পুলিশ সূত্রে খবর। দত্তপুকুরের কাজীপাড়ায় নিজের নামে বাড়িও বানিয়ে ফেলেছিল রফিকুল। আর নুরুল হককে এদেশে আসার পর নারায়ণ অধিকারী বানানোর পিছনে সমীর দাসেরই হাত রয়েছে বলে অনুমান পুলিশের। </p>
Source link
টাকী বয়েজ স্কুলের প্রাক্তনীদের টিব্যাক কার্নিভাল।১৭তম বর্ষে কার্নিভাল জুড়ে উৎসবের আমেজ
