হিন্দোল দে, কলকাতা : কলকাতায় একের পর এক হেলে পড়া বহুতল। এবার এক্সাইড মোড়। এক্সাইড মোড়ের কাছে চৌরঙ্গি রোডে আতঙ্ক ! এখানে পুরনো একটি বহুতল হেলে পড়েছে পাশের ভবনে। বিপজ্জনক বাড়িতেই রয়েছেন আবাসিকরাও। বিপজ্জনক অবস্থায় রয়েছে শহরের একাধিক বহুতল।
এই ছবি কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের। ৯০/১/২ চৌরঙ্গি রোড। এক্সাইড মোড়ের কাছেই এই বিল্ডিং। এখানে পুরনো ভগ্নপ্রায় একটি বিল্ডিং পাশের একটি বিল্ডিংয়ের গায়ে হেলে পড়েছে। ৬ তলা ভগ্নপ্রায় এই বিল্ডিংটি দীর্ঘদিন ধরেই হেলে রয়েছে বলে জানিয়েছেন পাশের বিল্ডিংয়ের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, কলকাতায় যখন প্রথম মেট্রোর সুড়ঙ্গ তৈরি হচ্ছিল, সেই সময় রবীন্দ্র সদন স্টেশন তৈরির সময়, এই বিল্ডিংটি হেলে পড়ে। তখন থেকেই এই অবস্থায় রয়েছে বিল্ডিংটি। দিনের পর দিন সেটি আরও হেলে পড়ছে। যদিও কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা ৮ বছর আগেই বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে জানিয়েছিলেন।
বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংরা, বিধাননগর, তপসিয়া, এন্টালি। শহরে হেলে পড়া বহুতলের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেনেও একটি ৬ তলা ও দু’টি ৫ তলা, ৩টি বহুতলের ঠোকাঠুকি লাগার জোগাড়। স্থানীয়দের অভিযোগ, জলাভূমি বুজিয়ে বছর তিনেক আগে তৈরি হয় জোড়া বহুতল। শুধু তাই নয়, ৬ তলা বহুতল প্রথমে তিনতলা থাকলেও, মাস ছয়েক আগে রাতারাতি তৈরি করা হয় আরও ৩টি তলা। তিন-তিনটি বহুতল হেলে পড়ার ঘটনায় বাসিন্দারা আতঙ্কিত। কষ্টার্জিত টাকায় ফ্ল্যাট কিনে শেষে কি মাথার ওপর ছাদ হারাতে হবে ?প্রোমোটারদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
আরও দেখুন