<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda Live: ভরসন্ধেয় প্রকাশ্যে বেলঘরিয়ায় শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল নেতা ও আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক বিকাশ সিংহ সহ ২জন। বাইকে করে হেলমেট পরে এসে তৃণমূলনেতাকে লক্ষ্য করে গুলি ৩ দুষ্কৃতীর। পালাতে গিয়ে গুলিবিদ্ধ আরও ১। ২ থেকে ৩ রাউন্ড গুলি চলেছে, পুলিশ সূত্রে খবর। ব্যারাকপুর কমিশনারেটের উত্তর বাসুদেবপুরে জনবহুল এলাকায় শ্যুটআউট। পানিহাটিতে থেকে ডাক্তার দেখাতে এসে গুলিবিদ্ধ সন্তু দাস, সূত্রের খবর। বিকাশ সিংয়ের পেটে গুলি লেগেছে, দাবি পরিবারের। বিকাশ সিংয়ের বাড়ি থেকে ১০০ মিটার দূরত্বে গুলি, দাবি বিকাশের ভাইয়ের। উদ্ধার মোটরবাইক দুষ্কৃতীদের কিনা খতিয়ে দেখছে পুলিশ। গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর মেডিক্যালে। গুলিবিদ্ধ আরও একজনকে নিয়ে যাওয়া হয়েছে সাগরদত্ত মেডিক্য়াল কলেজে।আতঙ্কে স্থানীয়রা, কী কারণে গুলি, তদন্তে পুলিশ। </span></p>
Source link
বাইকে করে হেলমেট পরে এসে তৃণমূলনেতাকে লক্ষ্য করে গুলি ৩ দুষ্কৃতীর

+ There are no comments
Add yours