NOW READING:
‘নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার রয়েছে’, শিয়ালদায় অস্ত্র উদ্ধার করা নিয়ে বলছেন স্থানীয়রা
November 10, 2024

‘নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার রয়েছে’, শিয়ালদায় অস্ত্র উদ্ধার করা নিয়ে বলছেন স্থানীয়রা

‘নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার রয়েছে’, শিয়ালদায় অস্ত্র উদ্ধার করা নিয়ে বলছেন স্থানীয়রা
Listen to this article


ABP Ananda LIVE: বৈঠকখানা রোডে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ! STF-এর অভিযান, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯০ রাউন্ড গুলি উদ্ধার!  সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ । কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত?  আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ ২জন আটক: কলকাতা পুলিশ সূত্র । বিহারের মুঙ্গের থেকে অস্ত্র বিক্রির জন্য কলকাতায় আসতেই অভিযানে STF । ২টি 7MM পিস্তল, ৩টি ওয়ান শটার, ৯০ রাউন্ড গুলি-সহ গ্রেফতার ১ । অস্ত্রের হাত বদলের আগেই ইজরায়েল খান নামে ঝাড়খণ্ডের বাসিন্দা গ্রেফতার । ঝাড়খণ্ডের হান্টারগঞ্জের বাসিন্দা ইসমাইল খান: পুলিশ সূত্র  আরও খবর, বেলুড় মঠের সারদা পীঠে আজ জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2024)।

সূর্যোদয় থেকে সূর্যাস্ত, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে নবমী তিথিতে সপ্তমী, অষ্টমী এবং নবমী পুজো হয় সারদা পীঠে। পূর্বাহ্নের পুজো, পরে মধ্যাহ্ন এবং অপরাহ্নের পুজো হবে। তিন প্রহরের পুজোর পর হবে হোম, পুষ্পাঞ্জলি ও সন্ধ্যারতি। সকাল ৬টায় শুরু হয় পূর্বাহ্নের পুজো। গতকাল সন্ধেয় মায়ের আমন্ত্রণ ও অধিবাস হয়। আজ বেলা ১১টায় মধ্যাহ্নের পুজো। সাড়ে ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত দেওয়া হবে খিচুড়ি ভোগ। দুপুর ২টোয় অপরাহ্নের পুজো।  বিকেল ৪টেয় হোম এবং পুষ্পাঞ্জলি। সন্ধে ৬টা আরতি। আগামীকাল সকাল ৭টা বেলুড় মঠে দশমী



Source link