NOW READING:
বস্তি উচ্ছেদের প্রতিবাদ, শশী পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ
December 23, 2024

বস্তি উচ্ছেদের প্রতিবাদ, শশী পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ

বস্তি উচ্ছেদের প্রতিবাদ, শশী পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ
Listen to this article


Kolkata Update: বস্তি উচ্ছেদের প্রতিবাদ, শশী পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ। গিরিশ পার্ক থানার পুলিশ পৌঁছে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে। চিৎপুরে বস্তি উচ্ছেদের প্রতিবাদে এই বিক্ষোভ। কলকাতা পুরসভার তরফে ভেঙে দেওয়া হয় বস্তি। ‘বাচ্চাদের নিয়ে কোথায় যাব?’ প্রশ্ন স্থানীয়দের।

‘গোটা পশ্চিমবঙ্গকে মুখ্যমন্ত্রী জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে। জঙ্গিরা এখান মহাানন্দে থাকছে, আর তৃণমূল কংগ্রেসের গলা মিলিয়ে জয় বাংলা জয় বাংলা করছে’, মন্তব্য সুকান্তর। কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে। রবিবার, দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিং থেকে সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। বেঙ্গল STF সূত্রের খবর, ধৃতের কাছ থেকে মিলেছে শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, ৫০ হাজার টাকা এবং হাতে লেখা বেশ কিছু নোট। সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।  



Source link