কলকাতা: খেলনা বন্দুক দেখিয়ে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা, হাতেনাতে পাকড়াও। ঘটনাটি ঘটেছে সন্তোষপুরে স্টেট ব্যাঙ্কে। যদিও ব্যাঙ্কে ঢুকে দরজা বন্ধ করে ডাকাতির চেষ্টায় শেষ রক্ষা হয়নি। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
আরও পড়ুন, বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ধেয়ে আসছে কালবৈশাখী, ৯ জেলায় সতর্কতা, প্রবল বর্ষণের আশঙ্কা দক্ষিণবঙ্গে..
মূলত, ব্যাঙ্ককর্মীর মাথায় খেলনা বন্দুক ঠেকিয়ে ম্যানেজারের ঘরে যেতেই সন্দেহ হয়। ব্যাঙ্ক ম্যানেজারের সন্দেহ হতেই শুরু হয় ধস্তাধস্তি, বন্দুক পড়তেই পাকড়াও। সাইরেন বাজিয়ে পুলিশে খবর পাঠানো হয়। এরপরেই হাতেনাতে গ্রেফতার করা হয় ওই ‘ডাকাত’-কে। খেলনা বন্দুক, ছুরি-সহ ডালিম বসু নামে ওই এলাকারই বাসিন্দাকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ডালিম বসু ডাকবিভাগের কর্মী। পরিবারের দাবি, কয়েকদিন ধরেই আর্থিক সমস্যায় ছিল অভিযুক্ত ডালিম বসু।
আরও দেখুন