# Tags
#Blog

গভীর রাতে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সল্টলেকে

গভীর রাতে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সল্টলেকে
Listen to this article



<p>ABP Ananda Live: গভীর রাতে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সল্টলেকে। সূত্রের খবর, গতকাল রাত ১:৩০ টা নাগাদ সল্টলেকে ৫ নম্বর জলের ট্যাংকের কাছে রাস্তায় রক্তাক্ত যুবককে উদ্ধার। বিধাননগর উত্তর থানার পুলিশ এসে ওই আহত যুবককে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।&nbsp; কী কারণে এই যুবকের মৃত্যু হয়েছে সেটা তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।</p>
<p>&nbsp;</p>
<p><strong>’বাবার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক’ মেট্রোপলিটানে খুনের পিছনে চাঞ্চল্যকর তথ্য</strong></p>
<p>বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল কলকাতা। শহরের জনবহুল জায়গা মেট্রোপলিটান এক মহিলাকে কোপের পর কোপ মারে এক তরুণ। সেই তরুণের সঙ্গে ছিল আরেক মহিলাও। রাজপথ হয়ে যায় রক্তাক্ত।&nbsp;আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে NRS হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারও হয়, তবে তাঁকে বাঁচানো যায়নি।&nbsp;হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ মৃত্যু হয় তাঁর।&nbsp;</p>
<p>পুলিশ সূত্রে খবর,&nbsp;বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে নাবালক। জেরা করে এমনই দাবি পুলিশ সূত্রে। মেট্রোপলিটানকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় আটক করা হয়েছে. হামলাকারী ও তার সঙ্গী সহ ৩ জনকে।&nbsp;&nbsp;</p>
<p>প্রগতি ময়দান থানার পুলিশ সূত্রে খবর, নিহত তরুণীর সঙ্গে নাবালকের বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।&nbsp;বাইপাস ধাবার সামনে বাবা ওই তরুণীর সঙ্গে দেখা করবে খবর পেয়েই বৃহস্পতিবার ধাবার কাছে পৌঁছে যায় নাবালক।&nbsp;আর তারপরই মেট্রোপলিটানে রাস্তার ওপর তরুণীকে ধাওয়া করে সে।&nbsp; তারপর রাস্তার ওপরই ধারাল অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারা হয় তরুণীকে। রক্তে ভেসে যায় রাস্তা। এলাকার লোকজনই ছুটে হামলাকারীকে ধরে।&nbsp;</p>
<p>পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় হামলাকারী নাবালকের পাশাপাশি তার পরিবারের এক সদস্যকেও আটক করা হয়েছে। এবার এই ঘটনার পিছনে আসল কারণ কী,&nbsp; কার কী ভূমিকা , খতিয়ে দেখা হচ্ছে।&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal