NOW READING:
মুখ্যমন্ত্রীর নির্দেশে নগরায়ণ ভবনে বৈঠক করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও পরিবহণ মন্ত্রী
November 14, 2024

মুখ্যমন্ত্রীর নির্দেশে নগরায়ণ ভবনে বৈঠক করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও পরিবহণ মন্ত্রী

মুখ্যমন্ত্রীর নির্দেশে নগরায়ণ ভবনে বৈঠক করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও পরিবহণ মন্ত্রী
Listen to this article


ABP Ananda Live: পরপর পথ দুর্ঘটনা-মৃত্যু, মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে ফিরহাদ হাকিম ও স্নেহাশিস চক্রবর্তী। সল্টলেকে নগরায়ণ ভবনে বৈঠকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও পরিবহণ মন্ত্রী। বৈঠকে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার, বিধাননগরের পুলিশ কমিশনার, ডিজিপি রাজীব কুমার। বৈঠকে যোগ দিয়েছেন বাস মালিক সংগঠনের সদস্যরা। 

ফের কলকাতা পুরসভায় সাপের দেখা মিলল। পুরসভার দোতলায় ক্লাবরুমের বাইরে, বারান্দায় দেখা মিলল সাপের। একদিন আগেই ডেপুটি মেয়রের ঘরে সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। বার বার সাপের দেখা পেয়ে আতঙ্কিত পুরসভার কর্মীরা। বনদফতরের কর্মীরা মেয়র ফিরহাদ হাকিমের ঘরে পৌঁছন বৃহস্পতিবার। সাপের খোঁজে সেখানে তল্লাশি চালান তাঁরা। (KMC Snake Fear) কলকাতা পুরসভায় এই নিয়ে দ্বিতীয় দিন সাপ দেখা গেল। এর আগে, বুধবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে একটি সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। এর পর বৃহস্পতিবার সকালে কাউন্সিলরদের ক্লাবরুমের বাইরের বারান্দায় সাপ দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আলিপুর চিড়িয়াখানায়। সেখান থেকে সাপ ধরতে ছুটে আসেন লোকজন। মেয়রের ঘরেও চলে সাপের খোঁজ। (Kolkata News)



Source link