শুরু হল রাজডাঙা উৎসব ২০২৫।উৎসবে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের গলায় মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া ১৩টি গান
![শুরু হল রাজডাঙা উৎসব ২০২৫।উৎসবে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের গলায় মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া ১৩টি গান শুরু হল রাজডাঙা উৎসব ২০২৫।উৎসবে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের গলায় মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া ১৩টি গান](https://i2.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/13/859ff4866d3b1d89a8b3688068c97e991736783986896968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p>ABP Ananda Live: শুরু হল রাজডাঙা উৎসব ২০২৫। রবিবার এই উৎসবের অন্য়তম আকর্ষণ ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের গলায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লেখা এবং সুর দেওয়া ১৩টি গান। শুধু তাই নয়, শীতের সন্ধ্য়েয় মুখমিষ্টির জন্য় আয়োজন ছিল নানা রকমের পিঠে পুলিরও। উৎসব চলবে ১৬ তারিখ পর্যন্ত।</p>
<p> </p>
<p><strong> নুরুল হক-কে নারায়ণ অধিকারী বানিয়েছিল ধৃত সমীর দাসই ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস<br /></strong></p>
<p>বাংলাদেশের নুরুল হক ভারতে এসে হয়ে গেছিলেন নারায়ণ অধিকারী। রফিকুল ইসলাম আবার ভারতে ঢুকে বারাসাতে পেল্লাই বাড়িও বানিয়ে ফেলেছিলেন। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলাম এবং নুরুল হক ওরফে নারায়ণ অধিকারীর নথি তৈরি করে দিয়েছিল নথি-জালকাণ্ডে ধৃত সমীর দাস, দাবি পুলিশের। রফিকুল ও নারায়ণ অধিকারীকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে বারাসাত থানার পুলিশ। জাল নথি দিয়ে নুরুল ইসলাম শুধু নাম বদল করে নারায়ণ অধিকারী হননি, ভোল বদলও করেছিলেন, পুলিশ সূত্রে খবর। ভোল বদলের পর নুরুল ইসলামকে বাড়ি ছাড়া করতে রফিকুলকে চাপ দিচ্ছিল স্থানীয় বাসিন্দারা, পুলিশ সূত্রে খবর। দত্তপুকুর থেকে ধৃত রফিকুল ইসলামের বাড়িতে প্রচুর বাংলাদেশিদের যাতায়াত ছিল, পুলিশ সূত্রে খবর। দত্তপুকুরের কাজীপাড়ায় নিজের নামে বাড়িও বানিয়ে ফেলেছিল রফিকুল। আর নুরুল হককে এদেশে আসার পর নারায়ণ অধিকারী বানানোর পিছনে সমীর দাসেরই হাত রয়েছে বলে অনুমান পুলিশের। </p>
Source link