<p>ABP Ananda Live: প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন! দোলের দিন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের বাড়িতে খুন! পি কে-র সল্টলেকের বাড়িতে বাড়ির পরিচারকের দেহ উদ্ধার । বাড়ি থেকে উদ্ধার পরিচারক গোপীনাথ মুহুরির রক্তাক্ত দেহ । খুনের অভিযোগে গ্রেফতার গাড়িচালক বরুণ ঘোষ । পরিচারক ও গাড়িচালকের মধ্যে বচসার জেরে খুন, অনুমান পুলিশের । সম্প্রতি তাইল্যান্ড থেকে ফেরেন পি কে-র মেয়ে, খবর সূত্রের । ‘৫ হাজার টাকা খোয়া যাওয়া নিয়ে পরিচারকদের বকাবকি পি কে-র মেয়ের’ । ‘পরে মদ আসরে টাকা খোয়া যাওয়া নিয়ে গাড়িচালক-পরিচারক বচসা’ । রান্নাঘর থেকে ছুরি থেকে পরিচারকের ওপর হামলা গাড়িচালকের, পুলিশ সূত্রে খবর।</p>
<p> </p>
<p> <strong>ভূতুড়ে ভোটার নিয়ে আজ অভিষেকের ভার্চুয়াল বৈঠক </strong></p>
<p> </p>
<div id="lb_elelment_container" class="sub-blogs">
<div id="67d55bdccd4336266a3756e2" class="sub-blogs-wrap">
<div class="sub-blog-detail">
<p>’ভূতুড়ে’ ভোটার নিয়ে কোর কমিটির সিদ্ধান্ত স্থগিত, আজ কী ঘোষণা অভিষেকের? ভুয়ো ভোটার নিয়ে সাড়ে ৪ হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক। ভার্চুয়াল বৈঠকে সাংসদ, বিধায়ক, কাউন্সিলর থেকে জেলা সভাপতিরা। ভোটার তালিকায় স্ক্রুটিনি নিয়ে জেলাওয়াড়ি কমিটি নিয়ে আজ সিদ্ধান্ত? </p>
</div>
</div>
</div>
<div class="blog-pagination"> </div>
<div class="blog-tag"> </div>
Source link
প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মর্মান্তিক ঘটনা
