ABP Ananda Live: পার্কিং বিবাদে এবার প্রকাশ্যে তাণ্ডব। থান ইট দিয়ে মহিলাকে মার! তারপরেও অধরা অভিযুক্ত তৃণমূলকর্মী (Chingrighata News)। অভিযোগ সামনে আসার পরই উধাও দম্পতি। চিংড়িঘাটাকাণ্ডে (Chingrighata News) পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
পিছন থেকে থান ইট দিয়ে মহিলাকে আঘাত তৃণমূলকর্মীর। পার্কিং বিবাদে চিংড়িহাটায় এভাবেই তাণ্ডব চালালেও এখনও অধরা অভিযুক্ত তৃণমূলকর্মী টিংকু মণ্ডল। তাঁর স্ত্রী গ্রেফতার হলেও ২০ তারিখ বিধাননগর আদালত থেকে জামিন পান। তারপর থেকে তাঁরও পাত্তা নেই। অভিযুক্ত তৃণমূল কর্মীর মা ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, তাঁর ছেলের মাথা গরম। তাই এই কাণ্ড ঘটিয়েছে। চিংড়িঘাটার শান্তিনগরে এই ফ্ল্যাটে ভাড়া থাকেন অভিযোগকারী এক তরুণী। অভিযোগ, ১৯ মার্চ গভীর রাতে গাড়ি রাখা নিয়ে, তৃণমূলকর্মী টিংকু মণ্ডল সহ দুই মত্ত যুবকদের সঙ্গে বচসা বাধে। অভিযোগ জানানো হয় থানায়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পুলিশ অভিযুক্তদের রাতভর থানায় বসিয়ে রেখে পরের দিন ছেড়ে দেয়। থানা থেকে ছাড়া পেয়েই, দলবল নিয়ে ফ্ল্যাটে হাজির হন তৃণমূলকর্মী টিঙ্কু। অভিযোগকারী দুই তরুণীকে ডাকা হয় এলাকার ক্লাবে। কিন্তু অভিযোগ, সেখানে যাওয়ার আগেই বেধড়ক মারধর শুরু করেন তৃণমূলকর্মী টিঙ্কু মণ্ডলের স্ত্রী মিতা মণ্ডল। থান ইট দিয়ে মারেন টিঙ্কু।