জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে গিয়ে ওসি-র রাজনৈতিক ভাষণ!
![জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে গিয়ে ওসি-র রাজনৈতিক ভাষণ! জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে গিয়ে ওসি-র রাজনৈতিক ভাষণ!](https://i0.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/1b5707fb95cf632ec45748ffe51b4c431731421569487968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p>ABP Ananda Live: জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে গিয়ে ওসি-র রাজনৈতিক ভাষণ! বিতর্কে পার্ক স্ট্রিট থানার ওসি বাপ্পাদিতক্য নস্কর। জগদ্দাত্রী পুজোর অনুষ্ঠানে তৃণমূল সরকারের প্রশংসায় ওসি। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে পার্ক স্ট্রিট থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। গোসাবার প্রাক্তন তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের ছেলে, পার্ক স্ট্রিট থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। </p>
<p>গত সপ্তাহে প্রথম দিন প্রিজন ভ্যান থেকে সে চিৎকার করে বলেছিল, ধর্ষণ-খুন করেনি। আর বিচার পর্বের প্রথম দিন আবারও বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রায়ের গলায়। আদালত থেকে বেরনোর সময় ফের .গলা চড়ায় সঞ্জয়। বলে , ‘ আমি নাম বলে দিচ্ছি।’ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের নাম করে সঞ্জয় বলে, তিনি তাকে ফাঁসিয়েছেন। ‘ যিনি আছেন ডিসি স্পেশাল ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছেন। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল ওনারা নিজেরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছেন। আমাকে হুমকি দিয়েছে। ‘ আর এরপরেই আরও কড়া ঘেরাটোপে সঞ্জয় রায়কে নিয়ে আসা হল আদালত চত্বরে। </p>
<p>১১ নভেম্বর, সোমবার থেকে রোজ বিচারপর্ব চলবে আরজি কর মামলার। খুন – ধর্ষণ কাণ্ডে গত সপ্তাহেই চার্জ গঠন হয় অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে। তারপর ১১ তারিখ থেকে একমাত্র ছুটির দিন ছাড়া রোজই শুনানি হবে এই মামলার। আদালতে রুদ্ধদ্বার শুনানি হচ্ছে। প্রথমদিন সাক্ষ্য দেন নির্যাতিতার বাবা। এদিনই ফের আদালত থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ দাবি করে সঞ্জয়। ষড়যন্ত্রের অভিযোগ করে বিনীত গোয়েলের বিরুদ্ধে। </p>
Source link