<p><strong>অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :</strong> এবার কলকাতা বিমানবন্দরে নামলেই মিলবে মেট্রো পরিবেষা। খুব তাড়াতাড়ি মেট্রোর মাধ্য়মে যুক্ত হতে চলেছে নোয়াপাড়া-কলকাতা বিমানবন্দর। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেলেই, শুরু হবে এই কাজ। এপ্রিলের মধ্যেই এই রুটের সমস্ত কাজ শেষ হবে বলে শোনা গিয়েছে। এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন। থাকছে ৫টি প্ল্যাটফর্ম, ১২টি এসক্য়ালেটর, ৬টি লিফটের ব্যবস্থা, খবর মেট্রো রেল সূত্রে। </p>
<p>কলকাতাবাসীদের জন্য সুখবর। আর কিছুদিনের অপেক্ষা। এপ্রিলের মধ্যেই, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত রুটের সব ক’টি স্টেশনের কাজ শেষ হয়ে যাবে। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেলেই, নির্বিঘ্নে শুরু হবে এই মেট্রো যাত্রা। আর কিছুদিনের অপেক্ষা। তারপর বিমান থেকে নেমেই মেট্রোয় চাপতে পারবে কলকাতাবাসী। মেট্রো রেল সূত্রে দাবি, এপ্রিলের মধ্যেই, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত রুটের সব ক’টি স্টেশনের কাজ শেষ হয়ে যাবে। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন পেলেই, নির্বিঘ্নে শুরু হবে এই মেট্রো যাত্রা। অন্যান্য রাজ্যের মত এবার কলকাতাতেও বিমান থেকে নেমে মেট্রোয় বসা যাবে। </p>
<p>দিল্লি, মুম্বই, চেন্নাই, লখনউয়ে বিমান থেকে নেমে মেট্রোয় ওঠার পরিষেবা আগেই চালু হয়েছে। এবার এই পরিষেবা চালু হতে চলেছে কলকাতাতেই। এখন শুধুই সময়ের অপেক্ষা। জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে শহরের প্রাণকেন্দ্রের যেকোনও জায়গায়। দেবেন্দ্র কুমার, চিফ ইঞ্জিনিয়ার, কলকাতা মেট্রো, জানিয়েছেন, সিআরএস- কে তাঁরা সবটা খতিয়ে দেখার আহ্বান জানাবেন। তারা সবটা দেখে নেবেন। অথরাইজেশন পেলেই চালু হবে পরিষেবা। আপাতত কাজ অ্যাডভান্স স্টেজে রয়েছে বলে জানিয়েছেন দেবেন্দ্র কুমার। </p>
<p>ভারত তথা এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে এই জয় হিন্দ বিমানবন্দর স্টেশন। ঝাঁ চকচকে এই স্টেশনে মোট ৫টা প্ল্যাটফর্ম রয়েছে যা কিনা অন্যান্য স্টেশনের তুলনায় বেশি। আপাতত, ২ টো প্ল্যাটফর্ম কার্যকরী অবস্থায় রয়েছে। স্টেশন চত্বর জুড়ে ১২টি এসক্য়ালেটরের পাশাপাশি, ৬টি লিফটেরও ব্যবস্থা রয়েছে। </p>
<p>এর আগে, লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন বিমানবন্দর পর্যন্ত চক্ররেল পরিষেবা চালু হয়েছিল। পর্যাপ্ত যাত্রী না হওয়ার, সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে, সেই লাইনকে মেট্রো রেলের লাইন হিসেবে পাল্টে দেওয়ার কথাবার্তা হলেও, তাতে বেঁকে বসে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। মাটির উপর দিয়ে এয়ারপোর্ট অবধি মেট্রো পরিষেবা গেলে বিমান পরিষেবা ব্যাহত হবে বলে তারা। আপাতত, নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চালু হবে এই লাইন। পরবর্তীতে বারাসতের জমি জট কাটলেও, সেই অবধিও যাবে মেট্রো। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ইয়েলো লাইনের এই মেট্রোর কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। তারপর চূড়ান্ত ছাড়পত্র পেলেই মেট্রোর মাধ্যমে কলকাতা বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাবে শহরের বাকি অংশ। </p>
Source link
কলকাতা বিমানবন্দরে নেমেই চড়তে পারবেন মেট্রোয় ! দ্রুত চালু হচ্ছে দুর্দান্ত পরিষেবা
