কলকাতা: BJP-র বিক্ষোভে রণক্ষেত্র হাজরা মোড়, পুলিশের গাড়িতে তোলা হল সুকান্ত মজুমদারকে ! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি বিজেপি কর্মীদের। এরপরেই টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় বিজেপির নেতা কর্মীদের। বিজেপি কর্মীদের ইচ্ছে করে আটকাচ্ছে পুলিশ, অভিযোগ সুকান্ত মজুমদারের। বিজেপির দাবি, তাঁরা হাজরা মোড়ে এসেছিলেন, মালদা মুর্শিদাবাদে যারা ঘরছাড়া-ক্ষতিগ্রস্থ, তাঁদের জন্য, অর্থ সংগ্রহ করতে, কিন্তু পুলিশের বক্তব্য তাঁদের (BJP) কোনও অনুমতি নেই। অনুমতি ছাড়া এই ধরণের কাজ তাঁদের করতে দেওয়া হবে না।
আরও পড়ুন, SSC-র চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারাদের নতুন করে বৈঠকের সম্ভাবনা ! মিলবে সমাধান সূত্র এবার ?
ইতিমধ্য়েই দাঙ্গা বিধ্বস্ত সামশেরগঞ্জে গিয়েছেন সুকান্ত মজুমদার। স্থায়ী BSF ক্য়াম্প থেকে NIA তদন্ত, বিজেপির রাজ্য় সভাপতির কাছে একাধিক দাবি জানিয়েছেন সেখানকার মানুষ। জাফরাবাদে নিহতদের বাড়িতেও যান তিনি। হিন্দুদের ওপর অত্য়াচারের অভিযোগ তুলে, মুখ্য়মন্ত্রী কেন মুর্শিদাবাদ এলেন না তা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতার নামে হিংসা, অশান্তির আগুনে পুড়েছে মুর্শিদাবাদের একাংশ। এই প্রেক্ষাপটে সোমবার মুর্শিদাবাদে যান সুকান্ত মজুমদার। প্রথমেই সামশেরগঞ্জের একটি মন্দিরে যান তিনি। তাঁর কাছে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। স্থায়ী BSF ক্য়াম্পের থেকে NIA তদন্তের দাবিতে সরব হন তাঁরা। মুর্শিদাবাদে জাফরাবাদের এক বাসিন্দা বলেন, কী করে খাব বলো? সব আমাদের দোকানে ছিল। মুর্শিদাবাদের জাফরাবাদের বাসিন্দা বলেন, NIA-তদন্ত আমরা চাইছি। আমরা BSF ক্য়াম্প চাই স্যার। রাতে ঘুম আসছে না।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘BSF ঢুকছে। চিন্তার কিচ্ছু নেই। প্রয়োজনে আরও কোম্পানি আসবে।’ধুলিয়ানের জাফরাবাদে, বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে-থেঁতলে খুন করা হয়েছিল বাবা-ছেলেকে! সোমবার, নিহতদের বাড়িতে যান সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদ জাফরাবাদের বাসিন্দা বলেন, স্যার BSF ক্য়াম্প। ক্যাম্প ছাড়া স্যার হিন্দুরা একটাও বাঁচবে না। এবং হুমকি তো দিয়েছে। BSF ক্য়াম্পের জায়গা দেওয়ার জন্য় রেডি হয়ে আছে আমাদের এখানের লোক।
জাফরাবাদ থেকে পালপাড়া, বেতবোনায় যান সুকান্ত মজুমদার। সেখানে দাঙ্গা বিধ্বস্ত একাধিক বাড়িতে যান তিনি। সুকান্ত মজুমদার বলেন, ‘মমতা বন্দ্য়োপাধ্য়ায় তো যা এখানে প্রকল্প চালাচ্ছে হিন্দুদের থাকতে দেবেন বলে তো মনে হচ্ছে না। মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরও এখানে আসা উচিত ছিল। তৃণমূলের লোকেরাই দাঙ্গা করেছে। পুলিশই নাকি এদেরকে বলেছে যে এখানে দিদির রাজত্বে BSF ক্য়াম্প হবে না।’
আরও দেখুন