কলকাতা: ফের শহরে ATM জালিয়াতি, এবার মুকুন্দপুরে। নতুন কায়দায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এ জালিয়াতি। প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষিকা। চোখের নিমেষে অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ৫১ হাজার টাকা। ATM-এ আগে থেকেই নিষ্ক্রিয় করা ছিল ‘জিরো’ বোতাম। ‘টাকা তুলতে পারছিলেন না বৃদ্ধা, সাহায্য়ের অছিলায় এগিয়ে আসে প্রতারক। বৃদ্ধাকে ফাস্ট ক্যাশ অপশনে ক্লিক করতে বলা হয়। সাহায্য়ের অছিলায় বৃদ্ধার ডেবিট কার্ডও বদলে দেয় প্রতারক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এ জালিয়াতির শিকার অবসরপ্রাপ্ত শিক্ষিকা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশে অভিযোগ দায়ের, মুখ্যমন্ত্রীকেও চিঠি প্রতারিত বৃদ্ধার।
আরও পড়ুন, টিকিট কাউন্টারের কাচ ভাঙচুর, ‘ছিঁড়ে দেওয়া হল রেল পুলিশের জামা..’ ! তাণ্ডব ব্যান্ডেল স্টেশনে !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন