ABP Ananda LIVE: একসঙ্গে প্রায় ৮০০ ওষুধের দাম বাড়ছে! মঙ্গলবার থেকে ৭৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম একধাক্কায় ১ দশমিক সাত চার শতাংশ বাড়তে চলেছে। যার মধ্যে রয়েছে সাধারণ প্যারাসিটামল, অ্যাসপিরিন, বাতের ওষুধ থেকে ক্যানসার, হৃদরোগের ওষুধও।
আরও খবর…
রাত ৮.৩০ টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট। বিস্ফোরণের অভিঘাত ছিল এতটাই, দূর দূর থেকে শোনা যায় সেই শব্দ। উড়ে যায় ছাদ। পুড়ে খাক হয়ে যায় বাড়ি। এত জোরে বিস্ফোরণ হয় যে, বাড়ির আসবারপত্র ছিটকে গিয়ে পড়ে পাশের মাঠে। জানলার গ্রল সহ দেওয়াল উড়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। ৪ শিশু সহ ৮ জন ঢলে পড়ে মৃত্যুর কোলে। ৬ মাসের শিশু অস্মিতা বণিক, অঙ্কিত বণিক, ৬ বছরের অনুষ্কা বণিক, ৯ বছরের অর্ণব বণিক শেষ হয়ে যায়। এছাড়া মৃত্যু হয় ২৮ বছর বয়সি সান্ত্বনা বণিক, ৬৫ বছরের অরবিন্দ বণিক এবং ৮০ বছরের প্রভাতী বণিকের। বসত বাড়িতে এত বাজি মজুত ছিল কেন? কোথায় ছিল নজরদারি? সেই প্রশ্ন উঠছে। এর আগেও একাধিকবার, মজুত বাজিতে বিস্ফোরণের জেরে অজস্র প্রাণহানি দেখেছে রাজ্যবাসী। নদিয়া থেকে হাওড়া পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা থেকে দক্ষিণ ২৪ পরগনা বারবার মজুত বাজি থেকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড কেড়েছে প্রাণ ! তবে সেগুলি বেশিরভাগই বেআইনি বাজি কারখানার ঘটনা !