NOW READING:
ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায় , দাউদাউ আগুন ইএম বাইপাসের ধারে কালিকাপুরে
November 12, 2024

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায় , দাউদাউ আগুন ইএম বাইপাসের ধারে কালিকাপুরে

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায় , দাউদাউ আগুন ইএম বাইপাসের ধারে কালিকাপুরে
Listen to this article


কলকাতা: গত কয়েকমাসে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে কলকাতায়।  এবার কালিকাপুরে। ইএম বাইপাসের ধারে কালিকাপুরে বিধ্বংসী আগুন। কালিকাপুরে বাড়িতে বিধ্বংসী আগুন ! ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিন। কখনও গ্যাস সিলিন্ডার, কখনও শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনা সামনে আসছে। কিন্তু কালিকাপুরে কীভাবে লাগল আগুন এখনও তা জানা যায়নি।

শেষ অবধি পাওয়া খবরে, লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তেই আগুনে পুড়ে ছাই ৪ টি ঝুপড়ি। কিছুই অবশিষ্ট নেই বলেই দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এলাকার এক গৃহবধূ বলেন, ‘আমি রান্নাঘরে দুধ গরম করছিলাম। জানলা দিয়ে দেখতেই দেখলাম আগুন জ্বলছে। ৪ টি ঘর ছিল। আমি বাইরে গিয়ে চিৎকার করতে করতে ততক্ষণে পাশের ঘরেও আগুন লেগে গিয়েছে। তারপর জল এনে…ওই জলে তো আর হয় না ! তারপর পরপর চারটি ঘরেই আগুন লেগে গিয়েছে।’ 

ইতিমধ্যেই দমকলের আরও একাধিক ইঞ্জিন এসে পৌঁছেছে। এইমুহূর্তে মোট ৫ টি দমকলের ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টায় দমকম কর্মীরা। তবে অধিকাংশই পুড়ে গিয়েছে, কিছুই নেভানোর মতো আর অবশিষ্ট নেই বলেই দাবি এলাকার বাসিন্দাদের। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। আমার সব চলে গেল, শোনা গেল এলাকাবাসীর কাতর আর্তনাদ। 

আরও পড়ুন, ভোটপ্রচারে গিয়ে মানিব্যাগ খোয়ালেন মিঠুন

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও দেখুন



Source link