<p><strong>আবির দত্ত, কলকাতা :</strong> নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছিল শনিবার রাতে। আগুনের লেলিহান শিখার পুড়ে খাক হয়েছে ৩০টির বেশি ঝুপড়ি। জানা যাচ্ছে, ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এখনও ধোঁয়ায় ঢেকে রয়েছে এলাকা। আগুনের গ্রাসে আশ্রয় হারিয়ে সহায়-সম্বলহীন পড়েছেন অসংখ্য মানুষ। রাত পেরিয়ে সকাল হলেও, এখনও জ্বলছে ধিকিধিকি আগুন। নারকেলডাঙার বিধ্বংসী আগুনে চারপাশে শোনা যাচ্ছে শুধুই হাহাকার। দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দেরিতে আসার অভিযোগ উঠেছে দমকলবাহিনীর বিরুদ্ধে। গতকাল রাতে ভয়াবহ আগুন লাগে নারকেলডাঙার বস্তিতে। পরিস্থিতি সামাল দিতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ১৬টি ইঞ্জিন। </p>
<p>শনিবার রাতেই আগুনের লেলহান শিখা এলাকাকে গ্রাস করেছিল। ধোঁয়ায় এখনও ঢেকে এলাকা। ভস্মীভূত হয়েছে একটার পর একটা ঘর। প্রতিটি ঘরের চাল থেকে আগুন ছড়িয়ে পড়েছে ঘরের ভিতর। চোখে দেখে মনে হচ্ছে, ৩০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। তবে সংখ্যাটা বেশি হতে পারে। পুরো এলাকা জুড়ে ভস্মীভূত পরিস্থিতি। আগুন যে কতটা ভয়ানক আকারে নারকেলডাঙার এই বস্তিতে লেগেছিল তার ছাপ স্পষ্ট সর্বত্র। পুড়ে কালো হয়ে গিয়েছে প্রায় সব কিছুই। সমগ্র এলাকা জুড়ে রয়েছে পোড়া গন্ধ। জানা গিয়েছে, হাবিবুল্লা মোল্লা নামের এক ব্যক্তি গতকাল রাতে ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে কলকাতা পুলিশ। </p>
<p> </p>
Source link
নারকেলডাঙার বিধ্বংসী আগুনে ঘুমন্ত অবস্থায় মৃত্যু ১ জনের, সব হারিয়ে এলাকাজুড়ে শুধুই হাহাকার
