NOW READING:
খাস কলকাতায় দুঃসাহসিক লুঠ, আততায়ী কারা? উত্তর খুঁজছে পুলিশ
February 14, 2025

খাস কলকাতায় দুঃসাহসিক লুঠ, আততায়ী কারা? উত্তর খুঁজছে পুলিশ

খাস কলকাতায় দুঃসাহসিক লুঠ, আততায়ী কারা? উত্তর খুঁজছে পুলিশ
Listen to this article


ABP Ananda Live: শহরে ফের দুঃসাহসিক লুঠ, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বাড়ি থেকে লুঠ নগদ কয়েক লক্ষ টাকা। লুঠ করা হয়েছে সোনার গয়নাও। অস্ত্র দেখিয়ে অভিজাত পরিবারের এক প্রৌঢ়ার কাছ থেকে লুঠপাট। বাড়ির পরিচারিকা ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ পুলিশের।

 

অমানবিক ! হাসপাতালে বমি করে ফেলেছিল অসুস্থ দুধের শিশু, সেই বমি মোছানো হল বাবাকে দিয়েই !

অমানবিক ! অসুস্থ শিশু বমি করে ফেলায় তার বাবাকে দিয়ে তা পরিষ্কার করানো হল হাসপাতালে। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনায় শোরগোল পড়ে গেছে। বাবাকে দিয়ে শিশুর বমি পরিষ্কারের সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral Post) হয়ে গেছে। ৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় হাসপাতালে এই ‘শাস্তি’-তে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। হাসপাতালে কোনও সুইপার না থাকার কথা বলে বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হয় বলে অভিযোগ। 



Source link