NOW READING:
ট্যাংরাকাণ্ডে জানা গেল হামলাকারীর নাম? বিস্ফোরক বয়ান নাবালকের
February 27, 2025

ট্যাংরাকাণ্ডে জানা গেল হামলাকারীর নাম? বিস্ফোরক বয়ান নাবালকের

ট্যাংরাকাণ্ডে জানা গেল হামলাকারীর নাম? বিস্ফোরক বয়ান নাবালকের
Listen to this article


ABP Ananda Live: ট্যাংরাকাণ্ডে বিস্ফোরক বয়ান আহত কিশোরের। ‘মা, কাকিমা, বোনকে মেরেছে কাকাই। ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানোর পর বেঁচে যাই। তখন কাকা বালিশ চাপা দিয়ে আমাকেও মারতে চেয়েছিল। যোগ ব্যায়াম করতাম বলে কাবু করতে পারেনি। কাকার হাত থেকে বাঁচতে মরে যাওয়ার ভান করি’, রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনকে বয়ান ট্যাংরাকাণ্ডে জখম কিশোরের। ‘২-৩ মাস আগে জানতে পারি ব্যবসায় মন্দা দেখা দিয়েছিল। ভেবেছিলাম দাবা খেলে রোজগার করব, পরিবারের পাশে দাঁড়াব। তার আগেই বড়রা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলে। ঘটনার ২ দিন আগে টের পাই কিছু একটা ঘটতে চলেছে। পায়েস খেয়ে কিছু না হওয়ায় ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পরিকল্পনা। মা ও কাকিমা রাজি না হওয়ায় তাঁদের খুন করে কাকা’, রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনকে বয়ান ট্যাংরাকাণ্ডে জখম কিশোরের। 



Source link