ABP Ananda Live: ট্যাংরাকাণ্ডে পরপর ট্যুইস্ট। আহত প্রসূন দে-র বয়ানে একাধিক অসঙ্গতি। হাসপাতাল থেকে ছাড়া পেলেই কড়া পদক্ষেপের পথে লালবাজার। ২ ভাইকে গ্রেফতার করতে পারে পুলিশ। বাড়ির ২ মহিলা নিজেই নিজেদের হাত কেটেছিল বলে দাবি প্রসূনের। প্রসূনের দাবি মানতে নারাজ তদন্তকারীরা। ‘প্রসূনই বাড়ির দুই মহিলার হাতের শিরা কেটেছিলেন’। ‘পায়েস খেয়ে মৃত্যু না হওয়ায় দুই মহিলার হাতের শিরা কেটেছিলেন প্রসূনই’। ‘২ ভাই-বোনকেও বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করেছিল প্রসূন’। ‘নিজেরই হাত কেটেছিল প্রসূন, কিন্তু রাজি হয়নি প্রণয়’। তারপরই পিলারে গাড়ি ধাক্কা মেরে আত্মহত্যার সিদ্ধান্ত, পুলিশ সূত্রে খবর।
নেতাজি ইন্ডোরের সভা থেকে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, ভোট এলেই এজেন্সির তৎপরতা বেড়ে যায়
ভোট এলেই এজেন্সির তৎপরতা বেড়ে যায়। ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। জেলে তো তৃণমূলের অনেককেই পুরেছেন, কী প্রমাণ করতে পারলেন?। আর জি করের মতন বড় ঘটনার সমাধান করতে পারেননি। শুধু তৃণমূল নেতাদের ফোন ট্যাপ করা হয়। নেতাজি ইন্ডোরের সভা থেকে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।