ABP Ananda Live: সল্টলেকে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দেড় কোটি টাকা লুঠের অভিযোগ উঠল ডাকাতদের বিরুদ্ধে। নম্বর প্লেটহীন স্কুটার দেখে সন্দেহ হওয়ায় পুলিশ ধাওয়া করে। পুলিশের দিকে বন্দুক তাক করে চম্পট দেয় ডাকাতরা। পুলিশ সূত্রে খবর, রাত দেড়টা থেকে ২টোর মধ্যে সল্টলেকের GC ব্লকের ওই বাড়িতে হানা দেয় ৫ জনের ডাকাতদল। বাড়ির মালিক আমেরিকায় থাকেন। একতলায় একটি সংস্থার অফিস রয়েছে। মেন গেটের তালা ভেঙে অফিস ঘরে ঢোকে ডাকাতরা। অফিসের কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে দেড় কোটি টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। অফিসে টাকা রাখা আছে জেনেই কি হানা দিয়েছিল ডাকাতরা? নেপথ্যে পরিচিত কেউ? খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
‘স্পর্শে’ সুস্থ রোগী
লিভার ফাউন্ডেশনের উদ্যোগে চালু স্পর্শ অ্যাপের মাধ্যমে দ্রুত চিকিৎসা পেলেন হাওড়ার শ্যামপুরের বাসিন্দা হিমাংশু মজুমদার। দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে আক্রান্ত তিনি। অবস্থার অবনতি হওয়ায় অ্যাপের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন পরিবারে সদস্যরা। রোগীর অবস্থার খবর পেয়ে তাঁর বাড়িতে পৌঁছে যান চিকিৎসক অভিজিৎ চৌধুরী।