# Tags
#Blog

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?
Listen to this article


ABP Ananda Live: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। এবার টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি। ঘরের জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠের অভিযোগ। অভিযোগ উঠল ৭ জনের দুষ্কৃতীদলের বিরুদ্ধে।

 

‘এই রাজ্য সরকার আনসারুল বাংলার সরকার’ বিধানসভা থেকে সাসপেন্ড হয়ে বললেন শুভেন্দু

 

রাজ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বন্ধ করার হয়েছে, আর সরকার তার মোকাবিলা করায় ব্যর্থ হয়েছে। এই অভিযোগ তুলে সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি প্রস্তাবটি পাঠ করতে চান। তাঁকে সেই অনুমতি দেওয়া হয় । মুলতবি প্রস্তাব পাঠ করার পর বিজেপি বিধায়করা বিষয়টির উপর আলোচনা চান। কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিধানসভায় আলোচনা করতে না দিলে তুমুল হইচই শুরু করেন বিজেপি বিধায়করা। ওঠে সরকার বিরোধী স্লোগান। বিধানসভার কার্যবিবরণী ছিঁড়ে ছোড়া হয় বলেও অভিযোগ। শুভেন্দু নিজেই বলেন, ‘সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, কার্যবিবরণীর কাগজ ছিঁড়েছি’। 



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal