NOW READING:
কুমারটুলিকাণ্ডে পরতে পরতে রহস্য, কোন কারণে এই ঘটনা?
February 26, 2025

কুমারটুলিকাণ্ডে পরতে পরতে রহস্য, কোন কারণে এই ঘটনা?

কুমারটুলিকাণ্ডে পরতে পরতে রহস্য, কোন কারণে এই ঘটনা?
Listen to this article


ABP Ananda Live: প্রথমে খুন। তারপর ট্রলি ব্য়াগে দেহ ভরে কলকাতায় মা-মেয়ে। হাড়-হিম করা ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা কলকাতাকে। কিন্তু, কেন এই খুন? কীসের আক্রোশ? উঠছে সেই প্রশ্ন। নিহত সুমিতা ঘোষের বেশ কিছু সম্পত্তি থাকার খবর পেয়েছেন তদন্তকারীরা। সেই সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকেই কি খুন? খতিয়ে দেখছে পুলিশ। খুনের পর দেহ কেটে ট্রলি ব্য়াগে ভরে উত্তর ২৪ পরগনার মধ্য়মগ্রাম থেকে কলকাতায় এনে গঙ্গা ফেলে দেওয়ার সময় হাতেনাতে পাকড়াও। কিন্তু কেন এই খুন? কীভাবে খুন? মৃত সুমিতা ঘোষ, সম্পর্কে ফাল্গুনীর পিসিশাশুড়ি। নিহত প্রৌঢ়ার বাড়ি অসমে। শ্বশুরবাড়ি বর্ধমানে। তবে দীর্ঘ দিন তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ১১ ফেব্রুয়ারি মধ্যমগ্রামে ফাল্গুনীদের ভাড়াবাড়িতে আসেন সুমিতা। অভিযোগ, সোমবার তাঁদের মধ্যে ঝগড়ার সময় পিসি শাশুড়ির মাথা দেওয়ালে ঠুকে দেন ফাল্গুনী। বছর পঞ্চান্নর সুমিতা কিছুক্ষণের জন্য অচৈতন্য হয়ে পড়েন। জ্ঞান ফিরলে ফের বচসা শুরু হয়, অভিযোগ, সেইসময় ফাল্গুনী ইট দিয়ে পিসি শাশুড়ির মুখ থেঁতলে দেন। দেহ ব্যাগে পুরতে বঁটি দিয়ে দুটি পায়ের নীচের অংশ কেটে ফেলা হয় বলে অভিযোগ। এরপরই গঙ্গায় দেহ ফেলার ছক কষেন মা-মেয়ে। কিন্তু কুমোরটুলির বাসিন্দাদের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।



Source link