NOW READING:
দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা?
February 18, 2025

দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা?

দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা?
Listen to this article


ABP Ananda LIVE : সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম। এবার টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি। ঘরের জানলার গ্রিল ভেঙে ঢুকে দোতলায় উঠে লুঠের অভিযোগ।অভিযোগ উঠল ৭ জনের দুষ্কৃতীদলের বিরুদ্ধে। 

 

ফের মহাকুম্ভে বিপর্যয়, দাউদাউ আগুন, পুড়ে ছাই তাঁবু !

মহাকুম্ভে পরপর বিপর্যয়, দিল্লিতে মৃত্যুমিছিল, ফের আগুন! কিছুতেই অঘটন থামছে না । মহাকুম্ভে সেক্টর ৮-এ পুড়ে ছাই তাঁবু। তাঁবু খালি থাকায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। 

মহাকুম্ভে বারবার ফিরছে অগ্নিকাণ্ড। গত ১৯ জানুয়ারি  মহাকুম্ভে অগ্নিকাণ্ড লেগে তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তার ঠিক পরেই ২৯ জানুয়ারি  মহাকুম্ভে ২জায়গায় পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। একই মাসে ৩০ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। এদিকে চলতি মাসের ৩ তারিখ মহাকুম্ভে হট বেলুন ফেটে ৬ পুণ্যার্থী আহত হন। আর এদিন ১৭  ফেব্রুয়ারি ফের ফিরল ভয়াবহ স্মৃতি।



Source link