Kolkata: রেড রোডে হাফ-ম্যারাথন দিয়ে ‘সেভ লাইফ সেফ ড্রাইভ‘ কর্মসূচির সূচনা করল কলকাতা পুলিশ। হাফ-ম্যারাথনের ৩টি বিভাগ ছিল–২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার।২১ কিলোমিটার হাফ ম্যারাথন রেড রোড থেকে শুরু হয়ে এজেসি বোস উড়ালপুল, মা উড়ালপুল ধরে বাইপাস ধাবার কাছ থেকে ঘুরে ফের রেড রোডে এসে শেষ হয়। কলকাতা পুলিশের হাফ-ম্যারাথনে যোগ দেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, রাজ্য পুলিশের DG রাজীব কুমার ছাড়াও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও। কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে অংশ নেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার।
ছাইয়ের গাদায় শেষ সম্বলটুকুর মরিয়া খোঁজ, নারকেলডাঙায় দমকল দেরিতে আসাতেই এত ক্ষতি, অভিযোগ স্থানীয়দের
নারকেলডাঙার ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয়েছ এক ব্যক্তির। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। বয়স ৫০ বছর। তিনি উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা। কর্মসূত্রে থাকতেন নারকেলডাঙার খাল পাড়ের এই বস্তিতে। মৃতের বোন জানিয়েছেন, শনিবার রাতে দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন তিনি। তারপর আগুন লাগায় সেখানেই সব শেষ হয়ে গিয়েছে। প্রথমে তাঁরা হাবিবুল্লাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে ঘরের মধ্যে শায়িত অবস্থায় পাওয়া যায় তাঁকে।