Kolkata Fire Incident: গভীর রাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত অন্তত ৫ টি কাঠের গোলা। আগুন ছড়িয়ে পড়ে আসেপাশের বসতি এলাকাতেও। রাত ১.৩০ নাগাদ একের পর এক বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। স্থানীয়দের অনুমান রান্নার গ্য়াসের সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ। নিমতলায় ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন। নিমতলা ঘাট এলাকায় কাঠের গোডাউনে আগুন নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার কাঠের গোডাউনে আগুনের সাক্ষী থেকেছে নিমতলা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ইতিমধ্যেই দমকলের ১৮টি ইঞ্জিন। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, সিলিন্ডার বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে। একাধিক জায়গায় বিক্ষিপ্ত ভাবে আগুন ছড়িয়ে পড়েছে। সেগুলিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আশেপাশের বাড়ি থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। বহুক্ষণ ধরে চেষ্টা চালিয়েও আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক শশী পাঁজা। প্রশ্ন উঠছে এই সমস্ত ঘিঞ্জি এলাকার অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে। স্বস্তির বিষয় আগুন লাগার খানিক পরেই সকলকে বের করে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
+ There are no comments
Add yours