ABP Ananda LIVE: কসবাকাণ্ডের ১১ দিন পরে কলেজ খুললেও পড়ুয়াদের আতঙ্ক কাটছে না। মনে ভয় নিয়েই কলেজে এসেছেন সকলে। সহপাঠীদের দাবি অনেক ছাত্রীকে কলেজে আসতে দিয়ে চাইছেন না অভিভাবকরা। এই আবহে পড়ুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন কসবার এই কলেজের পরিচালন সমিতির সদস্য থেকে অধ্যাপকদের একাংশ।
ছাত্রীকে ‘গণধর্ষণ’, সেই সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? ভাইরাল ছবি ঘিরে বিস্ফোরক প্রশ্ন
গত জুন মাসেই কসবাকাণ্ড প্রকাশ্যে আসে। ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন কলেজের রেজিস্টারে দেখা যাচ্ছে ভাইস প্রিন্সিপালের ইন-আউট টাইম লেখা রয়েছে ‘৯.৫০’ । আর এখানেই উঠেছে প্রশ্ন। তাহলে কি একই সময়ে ঢুকলেন এবং বেরিয়ে গেলেন ভাইস প্রিন্সিপাল? ৯.৫০-এর পাশে সকাল কিংবা সন্ধে AM/ PM কেন লেখা নেই ? তাহলে কি মনোজিৎদের অত্যাচারের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? মূলত ছাত্রীর বয়ান অনুযায়ী সন্ধে ৭.৩০ থেকে রাত ১০.৫৫ পর্যন্ত কলেজে আটকে অত্যাচার চলেছিল। বেরোনোর সময় রাত ৯.৫০ হলে, ধর্ষণের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল ? ভাইরাল রেজিস্টার নিয়ে এখানেই প্রশ্ন উঠেছে। কিন্তু কোনও স্পষ্ট জবাব নেই ভাইস প্রিন্সিপালের।