NOW READING:
কসবাকাণ্ডে নির্যাতিতার অভিযোগের সঙ্গে হুবহু মিলছে পারিপার্শ্বিক প্রমাণ।
June 30, 2025

কসবাকাণ্ডে নির্যাতিতার অভিযোগের সঙ্গে হুবহু মিলছে পারিপার্শ্বিক প্রমাণ।

কসবাকাণ্ডে নির্যাতিতার অভিযোগের সঙ্গে হুবহু মিলছে পারিপার্শ্বিক প্রমাণ।
Listen to this article


ABP Ananda LIVE: কসবায় আইন কলেজে গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার অভিযোগের সঙ্গে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের হুবহু মিল! যে অভিজ্ঞতার কথা আইনের ছাত্রী জানিয়েছিলেন তার সঙ্গে মিলে গিয়েছে। টেকনিক্যাল এভিডেন্স, খবর পুলিশ সূত্রে। ৭ ঘণ্টার CCTV ফুটেজে নির্যাতিতাকে আটকে রেখে অত্যাচারের প্রমাণ মিলেছে, খবর সূত্রের। ক্যামেরার ফুটেজের সঙ্গে মিলে গেছে নির্যাতিতার বয়ান, খবর পুলিশ সূত্রে।

 

কসবাকাণ্ডে রাজ্যে BJP-র ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তোলা হল গুরুতর অভিযোগ !

কসবাকাণ্ডে রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পৌঁছলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পুলিশকর্তা সত্যপাল সিংহ, বিজেপি সাংসদ বিপ্লবকুমার দেব। দলে আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিও। প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ মনন কুমার মিশ্র। প্রতিনিধি দল রিপোর্ট দেবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে। কোথাও যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, অভিযোগ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের। সম্প্রতি বিক্ষোভ প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বিজেপির নেতারা। নারী সুরক্ষার দাবিতে কন্য়া সুরক্ষা যাত্রার ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারেই গোলপার্ক থেকেই সেই কর্মসূচি শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন,মমতার পদত্য়াগ করা উচিত। যুব মোর্চা ডাক দিয়েছে ২ তারিখে। আমি নিজে থাকব, আমি আয়োজন করব। ‘পাল্টা কুণাল ঘোষ বলেন, ‘কার্তিক মহারাজ আশ্রমের ঘরে কাকে কী করেছেন। একদম তাঁর পাশে দাঁড়িয়ে,  তাঁর পাশে থাকব এই অঙ্গীকার দিয়ে শুভেন্দু অধিকারীর কন্য়া সুরক্ষা যাত্রা শুরু করা উচিত।’

 

 



Source link